এইদিন ওয়েবডেস্ক, দক্ষিণ ২৪ পরগনা,৩১ জানুয়ারী : পর্যটকদের বোট উলটে মৃত্যু হল ১ জনের । নিখোঁজ ১ মহিলা । রবিবার দুপুরে দুঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঝড়খালি কোষ্টাল থানার হেড়োভাঙ্গা নদীতে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুবোধ জিতানু (৬৫) । নিখোঁজ মহিলার নাম প্রতিমা দোলুই । এদিন সন্ধ্যা পর্যন্ত ওই মহিলার কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ২১ জনের দল সুন্দরবন ভ্রমণের জন্য ঝড়খালি জেটিঘাট থেকে একটি বোটে উঠে । তাদের মধ্যে ২ জন শিশু ছিল । বোটটি জেটিঘাট ছেড়ে কিছুটা দূরে যেতেই আচমকা বোটটি হেড়োভাঙ্গা নদীতে উল্টে যায় । ঘটনাস্থলের আশপাশেই মৎস্যজীবিদের কয়েকটি বোট ও নৌকা ছিল । বিষয়টি নজরে পড়তেই তাঁর উদ্ধার কাজে হাত লাগায় । মুলত তাঁদের তৎপরতায় ২০ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয় ।
জানা গেছে,সুবোধ জিতানু নামে ওই পর্যটককে নদী থেকে উদ্ধার করে পাড়ে তুলে আনার পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন । তাঁকে সঙ্গে সঙ্গে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । এদিকে জোয়ারে জলের টানে প্রতিমা দোলুই নামে ওই মহিলা পর্যটক তলিয়ে যান । তাঁর সন্ধানে কোষ্টাল পুলিশ জল পথে তল্লাশি অভিযান চালাচ্ছে । কি করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ।।
দেখুন ভিডিও :