এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,২৫ সেপ্টেম্বর : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীন ও পাকিস্তানকে নিশানা করেছেন । তিনি বলেন, ‘কিছু দেশ সন্ত্রাসীদের রক্ষা করার জন্য ভণ্ডামি অবলম্বন করছে । কিন্তু তারা কোনও পরিমাণ বাগাড়ম্বরেই কখনোই রক্তের দাগ ঢেকে রাখতে পারে না ।’ পাশাপাশি তিনি সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্স নীতি রয়েছে বলে জানান ।
জয়শঙ্কর বলেন,’ভারত কয়েক দশক ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে ভুগছে । উদ্দেশ্য যাই হোক না কেন, কোনো সন্ত্রাসী ঘটনাকে সমর্থন করা যায় না । আপনি যতই বাগাড়ম্বর করেন না কেন, বা যতই ভণ্ডামি হোক না কেন, রক্তের দাগ লুকানো যায় না। যারা সন্ত্রাসীদের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার রাজনীতি করে তারা কখনও কখনও নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলে এমনকি ঘোষিত সন্ত্রাসবাদীদের রক্ষা করার চেষ্টা করে। তারা তাদের নিজেদের স্বার্থে তা করে ।’ এইভাবেই জাতিসংঘে সন্ত্রাসবাদীদের কালো তালিকাভুক্তিতে বাধা দেওয়ার বিষয়ে চীনকে পরোক্ষ কিন্তু কঠোর বার্তা দেন জয়শঙ্কর ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী বলেন,’রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের প্রায়ই প্রশ্ন করা হয়, আপনারা কার পক্ষে ?প্রতিবার আমাদের উত্তর-ভারত শান্তির পক্ষে । পারস্পরিক আলোচনা ও কূটনীতির পক্ষে ভারত । আমরা এমন মানুষের পাশে আছি যারা দু’বেলা খাবারও পায় না । আমরা খাদ্যদ্রব্য, জ্বালানি ও সারের ক্রমবর্ধমান মূল্যের কারণে যারা ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদের পাশে । সুতরাং, জাতিসংঘের অভ্যন্তরে এবং বাইরে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলির সমাধান করা আমাদের সকলের কর্তব্য ।’ উল্লেখ্য, আসন্ন জি-২০ সম্মেলনে কাউন্টার টেররিজম কমিটির সভাপতিত্ব করতে চলেছে ভারত । ওই কমিটিতে যোগ দেওয়ার জন্য জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্রকে আমন্ত্রণ জানান এস জয়শঙ্কর।।