এইদিন ওয়েবডেস্ক,২৫ সেপ্টেম্বর : আফগানিস্থানে সন্ত্রাসবাদীদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমি দেশগুলি । তাদের অভিযোগ,ইসলাম চরমপন্থী গোষ্ঠীগুলি আফগানিস্তানে আশ্রয় নিয়ে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে । সন্ত্রাসবাদের বিরুদ্ধে তালিবানও কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না বলে তাদের অভিযোগ ।
গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং বিশেষ দূতরা আফগানিস্তানে মিলিত হয়েছিলেন । বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয় ।
ওই বিবৃতিতে আফগানিস্তানে আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরির উপস্থিতিকে উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে । সম্প্রতি কাবুলের একটি বাড়িতে ড্রোন হামলা চালিয়ে ওই কুখ্যাত সন্ত্রাসবাদীকে খতম করে আমেরিকা । কিভাবে ওই সন্ত্রাসবাদী এতদিন ধরে নিরাপদে আফগানিস্তানে বসবাস করে আসছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমি দেশগুলি । পাশাপাশি তাদের অভিযোগ সন্ত্রাসবাদীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ তালিবান ।।