নিজস্ব প্রতিনিধি,কালনা,৩১ জানুয়ারী : শুভেন্দু অধিকারী ও মুকুল রায়, এই দুই হেভিওয়েট নেতার জনসভাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের কালনায় পদ্মশিবিরের তৎপরতা তুঙ্গে । কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু জোড়া ফুল থেকে পদ্মফুলে আসার পরেই তার এলাকায় এই প্রথম বড় জনসভা হচ্ছে সোমবার।স্বাভাবিক কারণেই আগামী নির্বাচণের আগে এই জনসভায় বেশ কিছু চমক থাকছে বলেই দাবি পদ্মশিবিরের ।
কালনা শহরের বাসষ্ট্যান্ড সংলগ্ন মাঠে সোমবারের এই জনসভায় প্রায় কুড়ি হাজারেরও বেশী কর্মী-সমর্থক উপস্থিত থাকবেন বলেই দাবি বিজেপি নেতৃত্বের।শুধু তাই নয় বিভিন্ন দল থেকে কয়েক হাজার কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেবেন বলে দাবি তাদের।রাজনৈতিকমহলের মতে,তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু বিজেপিতে যোগদানের পরেই কালনা বিধানসভা এলাকার রাজনৈতিক ছবিটা ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে।কারণ ইতিমধ্যেই বেশ কিছু তৃণমূল নেতাকেও বেসুরো হতে দেখা গেছে।সোমবারের এই রাজনৈতিক মঞ্চে হেভিওয়েট মুকুল রায় ও শুভেন্দু অধিকারী যে তাদেরই পরিচিত রাজনৈতিকমহলে ঝড় তুলবেই তাতে কোনো সন্দেহ নেই।কালনার যে ২১ নং মন্ডল এলাকায় বিজেপির এই রাজনৈতিক সভাটি হবে সেখানকার মন্ডল সভাপতি সত্যরন্জন বারুই বলেন,‘নির্বাচণের আগে রাজনৈতিক এই জনসভা আমাদের কাছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়।স্বাভাবিক কারণেই আমাদের প্রস্তুতিও শেষ পর্যায়ে। বিশ্বজিৎ কুন্ডুর অনুগামীরা বিজেপি কর্মীদের সঙ্গে হাতে হাত লাগিয়ে ব্যাপক সহযোগিতা করেছেন । তাদের এই আবেগ ও উন্মদনাও বেশ চোখে পড়ার মতোই।’বিজেপির স্থানীয় নেতা ও জেলা সম্পাদক সুদীপ্ত রায় বলেন,‘যেভাবে সাধারণ মানুষের সাড়া পাচ্ছি তাতে কুড়ি হাজারেরও বেশী মানুষ এই জনসভায় উপচে পড়বে।শুধু তাই নয় পূর্ব নির্ধারিত এই যোগদান কর্মসূচিতে তৃণমূলের নেতা কর্মী সহ তিন হাজার জন এই জনসভায় বিজেপিতে যোগদান করবে।মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো।তাই আগামী বিধানসভা নির্বাচনে কালনা বিধানসভায় আমাদের জয় নিশ্চিত।এখন শুধু তা সময়ের অপেক্ষা ।’।