এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৪ সেপ্টেম্বর : ভারতীয় মূদ্রায় পণ্য আমদানি করার সূযোগ চায় বাংলাদেশের ব্যবসায়ীরা । শনিবার ঢাকার মতিঝিলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ইচ্ছার কথা জানান বাংলাদেশের মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি সাইফুল ইসলাম । বৈদেশিক বাণিজ্যে ডলারের একাধিপত্য রুখতে এবং বৈদেশিক মুদ্রার মজুত ভান্ডারের ওপরও চাপ কমাতেই ভারত থেকে ভারতীয় মূদ্রায় পণ্য আমদানি করতে চান বলে তিনি জানান ।
সাইফুল ইসলাম বলেন,’ভারত থেকে আমরা ১৬.৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করি । এর মধ্যে এক চতুর্থাংশও যদি ভারতীয় মূদ্রায় করা হয়, তাহলে চার বিলিয়ন ডলার বাঁচবে। এতে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমবে। আমরা চাই অন্তত ছয় মাসের জন্য ডলার রিজার্ভ থাকুক ।’
প্রসঙ্গত,পণ্য কিংবা কাঁচামালের সিংহভাগই চীন ও ভারত থেকে আমদানি করে বাংলাদেশ । এর মধ্যে চীন থেকে বছরে প্রায় ১৩ থেকে ১৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয় । ভারত থেকে বাংলাদেশে প্রায় ১৬ বিলিয়ন ডলারের পণ্য যায় । অন্যদিকে এই দুই দেশে বাংলাদেশ রফতানি করে তিন বিলিয়ন ডলারেরও নিচে ।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ডলারের মজুত ভান্ডারের উপর অত্যধিক চাপ পড়ায় চীন বাংলাদেশ বাণিজ্যে বিকল্প মুদ্রা হিসেবে ইউয়ান-এ লেনদেনের অনুমোদন দেওয়া হয় । এবার ভারতের সঙ্গে বাণিজ্য ভারতীয় মূদ্রায় করার প্রস্তাব দিল বাংলাদেশের ব্যবসায়ীরা সংগঠন । পাশাপাশি বৈদেশিক বাণিজ্যে লজিস্টিক সক্ষমতা বাড়ানোর ওপরেও জোর দিচ্ছে বাংলাদেশ । এতে ৭ শতাংশের মতো বাণিজ্য বাড়বে বলে জানিয়েছেন এমসিসিআই-এর সভাপতি ।।