এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৩ সেপ্টেম্বর : নথ পরার অভ্যাস ছিল যুবকের । কিন্তু ৫ বছর আগে নথটি হঠাৎ উধাও হয়ে যায় । সম্প্রতি কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা হলে যুবককে ফুসফুসের এক্সরে করার পরামর্শ দেন চিকিৎসকরা । আর এক্সরে প্লেট হাতে পেতেই চোখ কপালে উঠে যায় চিকিৎসকদের । কারন এক্সরে প্লেটে দেখা যায় যুবকের ফুসফুসের মধ্যে আটকে রয়েছে তাঁর হারিয়ে যাওয়া ধাতব নথটি । শেষে অস্ত্রপচার করে নথটি বের করা হয় । বিরল এই ঘটনাটি ঘটেছে আমেরিকায় ।
বছর পৈঁত্রিশের ওই যুবকের নাম জোই লিকিন্স (Joey Lykins) । তিনি জানান,পাঁচ বছর আগে রাতে ওই নথ পড়েই ঘুমতে গিয়েছিলেন । কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখেন নাকে নথটি নেই । তিনি বলেন,’সারা বিছানা খোঁজাখুঁজি করি । কিন্তু নথটি পাইনি । ভেবেছিলাম বোধ হয় ঘুমের মধ্যে নথটি গিলে ফেলেছি । তাই নথটি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম ।’তিনি জানান,বেশ কিছু দিন ধরে শুকনো কাশি হচ্ছিল । তার সঙ্গে শ্বাসকষ্ট প বুকে পিঠে ব্যাথা অনুভব হচ্ছিল । তাই মাস খানেক আগে তিনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন ।
এদিকে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেছিলেন এটি নিউমোনিয়ার লক্ষণ । কিন্তু এক্স-রে করার পর তারা আসল ঘটনা জানতে পারেন । চিকিৎসকরা এক্সরে প্লেটে দেখতে পান যুবকের ডান ফুসফুসের শীর্ষে তার হারিয়ে যাওয়া নথটি আটকে রয়েছে । এই এক্স-রে দেখে লাইকিন্সও খুব অবাক হয়ে যান ।
এরপর অস্ত্রোপচারের মাধ্যমে জোয় লিকিন্সের ফুসফুস থেকে নথটি বের করে দেন চিকিৎসকরা । যুবক জানিয়েছেন, তিনি যে তিনি এটি কখনই আর পরবেন না । নিদর্শন হিসেবে নিজের কাছে রাখবেন । অবশ্য তিনি আরও জানিয়েছেন, তার কাছে বর্তমানে আরও ১২ টি নথ রয়েছে ।।