এইদিন ওয়েবডেস্ক,কুনার(আফগানিস্তান),২৩ আগস্ট : পোলিওর টিকা দিতে গিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীকে গুলি করে মারলো তালিবান জঙ্গিরা । ঘটনাটি ঘটেছে বুধবার (২১শে সেপ্টেম্বর) রাতে কুনার (Kunar) প্রদেশের পিচ দারা(Pich Dara) জেলার ক্রাঙ্গাল (Krangal) গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে । নিহত ব্যক্তির নাম ইলিয়াস(Elyas) । মেয়েদের উপর একের পর এক ফতোয়া জারির বিরুদ্ধে তালিবানের সমালোচনা করার কারনেই তাঁকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে ।
জানা গেছে,বুধবার রাতে ইলিয়াসকে নিজেদের ডেরায় ডেকে পাঠিয়েছিল তালিবান জঙ্গিরা । তিনি সেখানে যেতেই জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়ে তাঁকে হত্যা করে । উল্লেখ্য,আফগানিস্তানের তালিবান দখলের কয়েক মাস পর কুন্দুজ ও তাখার প্রদেশে চার মহিলাসহ অন্তত ৮ জন টিকা দিতে যাওয়া স্বেচ্ছাসেবী কর্মীকে গুলি করে খুন করেছে তালিবান । এভাবে একের পর এক খুন হওয়ার কারনে বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবিক সংস্থা আফগানিস্তানে তাদের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন । তারা তালিবানকে এই বিষয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে ।।