এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৩ সেপ্টেম্বর : কট্টরপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) বিরুদ্ধে বৃহস্পতিবার ভোর রাতে কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আসাম, দিল্লি, পুদুচেরি,রাজস্থান এবং পশ্চিমবঙ্গসহ বেশ কিছু রাজ্যে একযোগে অভিযান চালিয়েছিল জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) । ওইদিন মহারাষ্ট্রের মুম্বাই, থানে এবং নভি মুম্বাইসহ রাজ্য জুড়ে ১২ টি জেলায় অভিযান চালায় মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) । আর মহারাষ্ট্রে ওই অভিযানে গ্রেফতার করা হয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর সাথে যুক্ত ২০ জন সদস্যকে । মহারাষ্ট্রের এটিএস প্রধান বিনীত আগরওয়াল সংবাদ মাধ্যমকে বলেছেন,’আমরা চারটি এফআইআর নথিভুক্ত করেছি এবং ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।’ তিনি জানান ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ এবং আইপিসির একাধিক ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে ।
প্রসঙ্গত,পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য প্রশিক্ষণ শিবির চালানো,সন্ত্রাসবাদী কাজের জন্য অর্থ সংগ্রহসহ বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগ উঠছে । দেশের অভ্যন্তরে চালিয়ে যাওয়া এই সমস্ত সন্ত্রাসবাদী কাজকর্মে লাগাম টানতে সাম্প্রতিক কিছু সময় ধরে উদ্যোগী হয়েছে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) । স্থানীয় পুলিশের সহায়তায় বিশেষ দল সন্ত্রাস সংক্রান্ত কার্যকলাপের বিরুদ্ধে দেশে জুড়ে অভিযান চালাচ্ছে । মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) বৃহস্পতিবার ছত্রপতি সম্ভাজি নগর, পুনে, কোলহাপুর, বিড, পারভানি, নান্দেদ, জলগাঁও, জালনা, মালেগাঁও, নভি মুম্বই, থানে এবং মুম্বাইতে অভিযান চালায় । সংগৃহীত প্রমাণের ভিত্তিতে মুম্বাই, নাসিক ঔরঙ্গাবাদ এবং নান্দেড জেলায় চারটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে অর্গানাইজ উইকলির প্রতিবেদন থেকে জানা গেছে । শুধু পিএফআইই নয়,নকশাল থেকে শুরু করে সমস্ত দেশবিরোধী গোষ্ঠীগুলির বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার । দিন কয়েক আগে মুম্বইয়ের কাছে নালাসোপাড়া থেকে ঝাড়খণ্ড ভিত্তিক এক বড় নকশাল নেতাকেও গ্রেফতার করেছিল মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড ।।