দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ সেপ্টেম্বর : প্রাথমিক স্কুলের ছাত্রীদের সঙ্গে বাজে আচরণ করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অগ্রদ্বীপ বালিকা অবৈতনিক বিদ্যালয়ে । ছাত্রীরা বিষয়টি তাদের অবিভাবকদের জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে । অবিভাবককের তরফ থেকে স্কুলের প্রধান শিক্ষক প্রণব কুমার ঘোষের কাছে এনিয়ে একটি লিখিত অভিযোগও জানানো হয়েছে । প্রধান শিক্ষক জানিয়েছেন,স্কুল পরিদর্শককে বিষয়টি জানানো হয়েছে । বর্তমানে ওই শিক্ষক ছুটিতে আছেন । এই বিষয়ে কাটোয়া পূর্ব চক্রের স্কুল পরিদর্শক শুভজিৎ মণ্ডল জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ।
অগ্রদ্বীপ বালিকা অবৈতনিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই সুদিন দাস নামে ওই শিক্ষক তাদের সঙ্গে বাজে আচরণ করে আসছে । পড়ুয়ারা জানায়,প্রথমে তারা ভয়ে এনিয়ে কাউকে কিছু বলেনি । কিন্তু সহ্যের সীমা ছাড়ালে মঙ্গলবার তারা নিজের নিজের বাড়িতে জানাতে বাধ্য হয় ।
জানা গেছে,ঘটনার কথা কানে যেতেই ক্ষোভে ফেটে পড়েন অবিভাবকরা । ওই দিনই তাঁরা স্কুলে এসে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানান । খবর পেয়ে স্কুলে আসেন কাটোয়া পূর্ব চক্রের স্কুল পরিদর্শক শুভজিৎ মণ্ডল । কিন্তু তার আগেই অন্যান্য শিক্ষকের পরামর্শে সুদিন দাস ছুটিতে চলে যান বলে স্কুল সুত্রে জানা গেছে । অভিযুক্ত শিক্ষককে ফোনে পাওয়া যায়নি । ফলে অভিযোগ প্রসঙ্গে তাঁর মতামত জানা সম্ভব হয়নি ।।