এইদিন ওয়েবডেস্ক,তেহরান,২১ সেপ্টেম্বর : বোরখা না পরার কারনে মেহসা আমিনি নামে এক কুর্দি তরুনীকে পিটিয়ে মেরেছিল ইরানের নির্দেশিকা টহল বাহিনী । আর তার প্রতিবাদে লাগাতার সোচ্চার হচ্ছেন ইরানের মহিলারা । নিজেদের চুল কেটে এবং বোরখা জ্বালিয়ে তাঁরা প্রতিবাদে সরব হচ্ছেন । এবার এই বিক্ষোভের আগুন ছড়িয়েছে ইরানের ১৩টি শহরে ।
স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রে খবর,বুধবার ইরানের তাবরিজ, আরাক ও ইসফাহানসহ ১৩ টি শহরের মহিলারা রাস্তায় নেমে তুমুল বিক্ষোভ দেখায় । ইরানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে । এখন পর্যন্ত ২৫০ জন বিক্ষোভকারীকে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে । মঙ্গলবার অন্তত ৫ জন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছিল ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ইরানি মহিলাদের বিক্ষোভের ভিডিওতে ইরানের সামরিক বাহিনীকে সরাসরি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে ।
উল্লেখ্য,গত সপ্তাহে হিজাব না পরার জন্য ইরশাদ টহল বাহিনী দ্বারা গ্রেপ্তার হওয়ার কয়েক ঘন্টা পরে মেহসা আমিনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । মাথায় এমনভাবে মারা হয়েছিল যে কোমায় চলে যান আমিনি । তিন দিন হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে তিনি মারা যান । আর এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের ভেতরে ও বাইরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় । মেহসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ।।