এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,২১ সেপ্টেম্বর : দুর্গাপুজোর দিনগুলো জেলেই কাটাতে হবে গরু পাচার মামলায় ধৃত তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে । বুধবারেও তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে । বিগত ৪২ দিন ধরে জেলে রয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল । এদিন অনুব্রতর শারীরিক অসুস্থতা এবং বয়সের যুক্তি দেখিয়ে অনুব্রতর জামিনের আরজি জানিয়েছিলেন তাঁর আইনজীবী অনির্বাণ গঙ্গোপাধ্যায় । তবে সেই আর্জি খারিজ করে দিয়ে অনুব্রত মণ্ডলকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে বলে নির্দেশ দিলেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী । তবে বিচারক জানিয়েছেন, পুজোর জন্য সিবিআই আদালত বন্ধ থাকলেও ৫ অক্টোবর এবং ১৯ অক্টোবর তাঁকে সিজেএম আদালতে পেশ করা যেতে পারে ।
আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা অনুব্রতের জামিনের জন্য জোর সওয়াল করেন । তাঁরা প্রশ্ন তোলেন গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক, এনামুলের স্ত্রী রশিদা বিবি,বিএসএফ আধিকারিক সতীশ কুমার, শেখ আবদুল লতিফ, আনারুল শেখ, তানিয়া সান্যাল,বাদল সান্যাল,বিকাশ মিশ্ররা জামিন পেয়েছেন । তাহলে কেন জামিন পাবেন না অনুব্রত মণ্ডল ?’ পাশাপাশি তাঁরা অনুব্রত মণ্ডলের বয়স এবং শারিরীক অসুস্থতা কথা উল্লেখ করেন ।
পালটা সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার জানান,অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বেশ কিছু তথ্য প্রমান পাওয়া গেছে । উনি প্রভাবশালী ব্যক্তি । তাই জেলের বাইরে থাকলে সাক্ষ্য-প্রমাণ নষ্টের চেষ্টা করতে পারেন । তাতে তদন্ত প্রভাবিত হবে । যাবতীয় সওয়াল জবাব শোনার পর শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলের জামিন নামঞ্জুর করে দেন বিচারক ।।