এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,২১ সেপ্টেম্বর : ইসরায়েলের প্রতি বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির বিদ্বেষ আজকের নয়,দীর্ঘদিনের । এতদিন ইসরায়েলকে মুসলিম দেশগুলি তাদের জাতশত্রু হিসাবেই দেখে এসেছে । এমত পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে করেছেন মুসলিম রাষ্ট্র সমূহের স্বঘোষিত ‘খলিফা’ তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান ।
মঙ্গলবার জাতিসংঘের ৭৭তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে তার্কিশ হাউজে এ বৈঠকটি হয় । দীর্ঘদিন পর এই প্রথমবারের মতো কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এরদোগান। বাকি মুসলিম রাষ্ট্রগুলির নীতির বাইরে গিয়ে সাম্প্রতিক সময়ে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন । কয়েকদিন আগে নতুন করে ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগও করেছে তুরস্ক । ইসরায়েলও গত সোমবার তুরস্কে রাষ্ট্রদূত নিয়োগ করেছে ।
প্রসঙ্গত,২০১০ সালে তুরস্কের ত্রাণবাহী একটি জাহাজে হামলা চালিয়েছিল ইসরায়েল । আর সেই হামলায় ৯ জন তুর্কি নাগরিক নিহত হয়েছিল । ওই ঘটনার পরেই তুরস্কে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে আঙ্কারা । দু’দেশের মধ্যে শত্রুতার জন্ম নেয় । পরে ২০১৬ সালে সম্পর্কে জোড়া লাগলেও সেটি স্থায়ী হয়নি । ফের একবার সম্পর্ক উন্নত করতে উঠেপড়ে লেগেছে তুরস্ক ও ইসরায়েল । আর সেই লক্ষ্যেই মঙ্গলবার দু’দেশের গোপন বৈঠক বলে মনে করা হচ্ছে । যদিও ওই বৈঠক প্রসঙ্গে মুখ খোলেনি দু’দেশ ।
তবে জাতিসংঘের অধিবেশনের ভাষণে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সংকট তৈরি হয়েছে। আমরা বর্তমান এই সংকটের বিরুদ্ধে যুদ্ধ করছি । একইসঙ্গে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি ।’ তিনি আরও বলেন, ‘আমরা বরাবরই সংঘাত নিরসনে কূটনীতির ওপর গুরুত্ব দিয়েছি । সংকট সমাধানে পারস্পরিক আলোচনার কথা বলেছি ।’।