এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,২১ সেপ্টেম্বর : রোহিঙ্গাদের ফেরাতে অবশেষে জাতিসংঘের দ্বারস্থ হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা । মঙ্গলবার শরণার্থী বিষয়ক ইউএন হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে নিউইয়র্কের হোটেল লোটেতে এনিয়ে একটি বৈঠক করেন হাসিনা । ওই বৈঠকে তিনি রোহিঙ্গাদের বিষয়ে জাতিসংঘকে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য আহ্বান জানান । পরে এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন । তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য দ্রুত মিয়ানমার সফর করবেন বলে শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন ফিলিপো গ্র্যান্ডি ।
পাশাপাশি বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় ইউএনএইচসিআরের বর্তমান কার্যক্রম নিয়ে তারা ইউএন হাইকমিশনারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বলে জানান মোমেন ।
প্রসঙ্গত,মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল বাংলাদেশে । বর্তমানে সেই সংখ্যা পৌঁছেছে ১২ লাখে । রোহিঙ্গাদের দ্রুত বংশবৃদ্ধির জেরে নাজেহাল অবস্থা বাংলাদেশের । একদিকে অর্থনীতির উপর যেমন ব্যাপক চাপ পড়ছে, অন্যদিকে রোহিঙ্গাদের অপরাধ প্রবণতার জন্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের কাছে । এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে পারলে বাঁচে বাংলাদেশ । সম্প্রতি চার দিনের ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে উদ্যোগী হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন শেখ হাসিনা । এবারে তিনি জাতিসংঘের দ্বারস্থ হলেন ।।