এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২১ সেপ্টেম্বর : হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব । সম্প্রতি খবর এসেছিল কিছুটা হলেও তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে । শরীরের কিছু অংশে কিছু নড়াচড়া হয়েছে, কিন্তু তার মস্তিষ্ক কাজ করছে না। শেষে পর্যন্ত ৪২ দিনের মাথায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেম । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর । প্রতিভাবান এই শিল্পির মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।
গত ১০ আগস্ট জিমে ব্যায়াম করার সময় স্ট্রোকে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছিল। তারপর থেকেই হৃদযন্ত্র সক্রিয় থাকলেও কোনো চেতনা ছিল না তাঁর । অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাজু । তাঁর মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সিনে ইন্ডাস্ট্রি সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ।
ভক্তদের কাছে গজোধর নামে পরিচিত ছিলেন কমেডিয়ান, অভিনেতা তথা রাজনীতিবিদ রাজু শ্রীবাস্তব । ভারত ছাড়াও বহু দেশে তিনি কমেডি শো করেছেন । বলিউড চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করে ক্যারিয়ার শুরু করেন রাজু । তিনি রাজশ্রী প্রোডাকশনের ম্যায়নে পেয়ার কিয়া, বাজিগর এবং বোম্বে টু গোয়া-র মতো ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। অসুস্থ হওয়ার আগে অডিও ক্যাসেট এবং ভিডিও সিডির একটি সিরিজও চালু করেছিলেন ।
রাজু শ্রীবাস্তবের মৃত্যুতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করে বলেছেন,’রাজু শ্রীবাস্তব আর আমাদের মাঝে নেই। আমি ইউপিবাসীর পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করছি । আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ।’।