এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২০ সেপ্টেম্বর : শীঘ্রই তালেবানদের বিরুদ্ধে একটি ব্যাপক সশস্ত্র অভিযান শুরু হবে বলে জানালেন আফগানিস্তানের ন্যাশনাল ইসলামিক মুভমেন্টের নেতা মার্শাল আবদুল রশিদ দোস্তম । মঙ্গলবার সন্ধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি বুরহানউদ্দিন রব্বানীর হত্যার ১১ তম বার্ষিকী স্মরণে একটি অনলাইন সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন তিনি । সাক্ষাৎকারের সময় তিনি দাবি করেন, ‘যদি ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট এবং কাউন্সিল অফ রেজিস্ট্যান্স ফর স্যালভেশনকে সমর্থন দেওয়া হয় তাহলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে, আফগানিস্তান থেকে তালেবান নিয়ন্ত্রণের মুছে ফেলা হবে ।’ এই কারনে আফগানিস্তানের ন্যাশনাল ইসলামিক মুভমেন্টের এক নম্বর এই ব্যক্তি সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের একত্রিত করার উপর জোর দিয়েছেন ।
এদিন তালেবানের বিরুদ্ধে জনসংখ্যার আমূল পরিবর্তন করার অভিযোগ তুলেছেন আবদুল রশিদ দোস্তম । তিনি বলেন,’তালেবানরা আফগানিস্তানের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে “পরিচয় ছাড়াই ২০ লক্ষ মানুষকে” স্থানান্তরিত করার চেষ্টা করছে।আফগানিস্তানে বসবাসকারী জাতিগোষ্ঠীর সংস্কৃতি, ভাষা ও সভ্যতা ধ্বংস করে দিচ্ছে তালেবান ।কারণ সম্প্রতি পাকিস্তান থেকে ফিরে আসা যাযাবররা খাজা বাহাউদ্দিন তখারের বাসিন্দাদের বাড়িঘর ও জমি লুটপাট ও দখল করে দিয়েছে ।’
উল্লেখ্য, দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি তথা জমিয়ত ইসলামীর আফগানিস্তানের নেতা বুরহানউদ্দিন রব্বানী এগারো বছর আগে কাবুলের ওয়াজির আকবর খান শহরে তালেবান শান্তির বার্তাবাহক হিসেবে আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন । তারপর থেকে প্রতি বছর এই দিনে তাঁর মৃত্যু বার্ষিকী উদযাপন করে আফগানিস্তানের ন্যাশনাল ইসলামিক মুভমেন্ট নেতৃত্ব ।।