এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২০ সেপ্টেম্বর : শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (University of North Bengal) উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে সোমবার গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল । আর তিনি গ্রেপ্তার হতেই ওইদিন রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়ের চত্বরে নথিপত্র পোড়ানোকে কেন্দ্র করে ব্যাপক শোড়গোল পড়ে গেছে রাজ্য জুড়ে । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে নথি পোড়ানোর ভিডিও টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের অন্ধকারে নথি জ্বালাতে দেখা যাচ্ছে কিছু ব্যাক্তিকে। এই নথি জ্বালানোর উদ্দেশ্য কি? কিসের তথ্য গোপন করতে কি কি নথি জ্বালিয়ে ফেলা হলো ? উপস্থিত ব্যক্তিদের মধ্যে গ্রেফতার হওয়া উপাচার্যও নেই তো, প্রশ্নটা কিন্তু থেকেই যায়।ঘটনার তদন্ত দাবী করছি।’
যদিও নথি পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিন সুভাষচন্দ্র রায় । তিনি বলেছেন,’বিশ্ববিদ্যালয়ের কিছু পুরানো অপ্রোয়জনীয় কাগজপত্র পোড়ানো হয়েছে । গুরুত্বপূর্ণ কোনো নথি পোড়ানো হয়নি ।’
কিন্তু রাতের অন্ধকারে কেন পোড়ানো হল ওই সমস্ত কাগজপত্র? – এই প্রশ্ন উঠতে শুরু করেছে । এদিকে শিক্ষক নিয়োগ দূর্নীতিতে উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা স্তম্ভিত । এই ঘটনাকে রাজ্যের শিক্ষা জগতের কাছে একটি ‘কালো দিন’ বলে চিহ্নিত করেছে সমস্ত মহল ।
উপাচার্য গ্রেফতার হওয়ার আনন্দে মঙ্গলবার রাস্তায় ঘুরে ঘুরে মিষ্টি ও চকলেট বিতরণ করে এবিভিপি উত্তরবঙ্গ । সংগঠনের টুইটার হ্যান্ডেলে মিষ্টি বিতরণের ছবি শেয়ার করে লেখা হয়েছে,’ভিসি তো সবে শুরু,ধরতে হবে নাটের গুরু।অবশেষে গ্রেফতার হলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। গ্রেফতার হবার পর শিলিগুড়ি র রাজপথে এবিভিপির মিষ্টি ও চকলেট বিতরণ। এবিভিপির লাগাতার আন্দোলনের নৈতিক জয় ।’।