এইদিন ওয়েবডেস্ক,পালাক্কাদ,২০ সেপ্টেম্বর : চলতি বছরের এপ্রিলে কেরালার পালাক্কাদ(Palakkad) জেলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মীকে নৃসংশভাবে কুপিয়ে খুনের ঘটনায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI)একজন নেতাকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ । পুলিশ জানিয়ে ধৃতের নাম আবুবকর সিদ্দিক( Aboobaker Siddik) । সে পিএফআই-এর পালাক্কাদ জেলা সম্পাদক । সোমবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় । মঙ্গলবার ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ।
গত ১৬ এপ্রিল শ্রীনিবাসন(Sreenivasan) নামে ওই আরএসএস কর্মীকে একটি দোকানের সামনে তলোয়ার দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বাইক আরোহী ৫ দুষ্কৃতী । এই হত্যাকাণ্ডে জড়িত এযাবৎ মোট ২৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে । পিএফআই ছাড়াও এর ছাত্র শাখা এসডিপিআই-এর ৯ জন জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে । আরএসএস কর্মী খুনের ঘটনার আগে অর্থাৎ গত ১৫ এপ্রিল এলুপল্লী পালাক্কাদ (Elupplly Palakkad) জেলায় সুবের (Subair) নামে একজন পিএফআই কর্মীকে তার বাবার সামনে খুন করা হয়েছিল । সেই খুনের প্রতিশোধ নিতেই শ্রীনিবাসনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল বলে মনে করছে পুলিশ ।
পুলিশ জানতে পেরেছে, পিএফআই কর্মীদের একটি দলের সাথে রাজনীতিবিদদের একটি হিট লিস্ট তৈরি করেছিল আবুবকর সিদ্দিক । আরএসএস নেতাকর্মী ছাড়াও ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল), যুব শাখা বিজেপির যুব শাখা, সিপিআই (এম)-এর অনেক নেতার নাম রয়েছে ওই হিটলিস্টে । পুলিশ জানিয়েছে,ধৃত সিদ্দিকের কাছ থেকে একটি ল্যাপটপ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে । সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে ।
এদিকে পিএফআই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তাদেরজেলা সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদ করেছে । তারা এটিকে রাজনৈতিক শত্রুতা হিসাবে বর্ণনা করেছে । পিএফআই লিখেছে,’কোঝিকোড়ে তাদের সমাবেশে ভিড় দেখে বাম সরকার আতঙ্কিত হয়েছে এবং এই কারণে এখন সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে ।’ আবু বকর সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে পিএফআই ।।