দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ সেপ্টেম্বর : সারাক্ষণ স্মার্টফোনে ফেসবুক করায় বকাঝকা করেছিলেন মা । আর সেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক কলেজ ছাত্রী । সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে । পুলিশ জানিয়েছে,মৃত পড়ুয়ার নাম মাম্পি মণ্ডল(১৯) । মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয় ।
জানা গেছে,কাটোয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় এলাকায় বাড়ি মাম্পি মণ্ডলের । তিনি কাটোয়া কলেজের বি এ প্রথমবর্ষের ছাত্রী ছিলেন । তিন ভাইবোনের মধ্যে বড় ছিলেন মাম্পি । তাঁদের মা সন্ধ্যাদেবী গৃহবধু । বাবা সুভাষ মণ্ডল মোটরসাইকেল মেকানিক । মঙ্গলকোট থানার কৈচরে তাঁর একটি ছোটখাটো দোকান রয়েছে ।
পরিবার সুত্রে জানা গেছে,সোমবার সন্ধ্যা থেকেই মেয়েকে স্মার্টফোন খুটখাট করতে দেখে বকাঝকা করেছিলেন সন্ধ্যাদেবী । এনিয়ে মা-মেয়ের মধ্যে অল্পবিস্তর কথা কাটাকাটিও হয় । এরপর সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন সন্ধ্যাদেবী । কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি ঘরে দেখতে যান । তখম তিনি মেয়েকে নিজের ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন । সন্ধ্যাদেবী চিৎকার করে উঠলে প্রতিবেশীয়া ছুটে আসে । তারপর মাম্পিকে ওড়না কেটে তড়িঘড়ি উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।।