এইদিন ওয়েবডেস্ক,মিয়ানমার,২০ সেপ্টেম্বর : মিয়ানমারের একটি স্কুল ও তার পার্শ্ববর্তী একটি গ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার হামলায় ৯ শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন অন্তত ২০ জন মানুষ ।শুক্রবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালে থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে সাগাইং (Sagaing) অঞ্চলের ডেপেইন (Depeyin) এলাকায় এই হামলার ঘটনাটি ঘটেছে ।
একজন স্কুল প্রশাসক জানিয়েছেন, গ্রামের উত্তরে চারটি এমআই-৩৫ হেলিকপ্টারের মধ্যে দুটি মেশিনগান ও ভারী অস্ত্র নিয়ে স্কুলে হামলা শুরু করে । এই দেখে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরানোর চেষ্টা করা হয়। স্কুলে ছয় ছাত্র মারা গেছে এবং পাশের একটি গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরকেও গুলি করে হত্যা করা হয়েছে । এছাড়া আরও কয়েকজনের হাসপাতালে মৃত্যু হয় ।
প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর সেখানকার পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে । শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো অর্থনৈতিক সংকটের মুখোমুখি মিয়ানমার । এখানেও বৈদেশিক মুদ্রার ভান্ডার তলানিতে এসে ঠেকেছে । মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে পশ্চিমা দেশগুলির দ্বারা আরোপিত বিধিনিষেধের কারণে এর বাহ্যিক ঋণ বেড়েছে । তার উপর কোভিড মহামারীর কারনে দেশের অর্থনীতি কার্যত ধ্বংস হয়ে গেছে ।।