এইদিন ওয়েবডেস্ক,সৌদি আরব,১৮ সেপ্টেম্বর : বিশ্বের এমন বহু দেশ আছে যারা ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে খুবই চিন্তিত ৷ জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে দেশগুলি বিভিন্ন আইন তৈরির রাস্তায় হাঁটছে । এদিকে সৌদি আরবে(Saudi Arabia) এমন এক বৃদ্ধের খোঁজ পাওয়া গেছে যিনি তাঁর ৬৩ বছরের জীবনে ৫৩ বার বিয়ে করেছেন । আর টিভি চ্যানেলের ক্যামেরার সামনে বসে নিজের এই ‘মহান কীর্তি’র কথা কবুল করেছেন তিনি । বৃদ্ধের নাম আবু আবদুল্লাহ (Abu Abdullah)। তবে বহু চিন্তা করেও নিজের ঔরসজাত সন্তানের সঠিক সংখ্যা বলতে পারেননি তিনি । নেটাগরিকরা ওই বৃদ্ধকে ‘শতাব্দীর বহুবিবাহবাদী’ (polygamist of the century) উপাধিতে ভূষিত করেছেন ।
সম্প্রতি সৌদির এমবিসি টেলিভিশন আবু আবদুল্লাহর একটি সাক্ষাৎকার নিয়েছিল । ওই সাক্ষাৎকারেই তিনি তাঁর অর্ধ শতাধিক বিয়ের কথা কবুল করেন । বৃদ্ধ জানিয়েছেন, ২০ বছর বয়সে তিনি প্রথমবার বিয়ে করেছিলেন । কিন্তু সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি । ফলে ২৩ বছর বয়সে ফের বিয়ে করেন তিনি । বৃদ্ধ বলেন,’আমি যখন প্রথমবার বিয়ে করি, তখন আমি একাধিক মহিলাকে বিয়ে করার পরিকল্পনা করিনি । কারণ আমি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম এবং সন্তানও হয়েছিল ।’ এরপর তিনি জানান,কিন্তু দ্বিতীয় স্ত্রীর সাথে সমস্যা হওয়ায় তৃতীয় বিয়ে করেন । কিন্তু সেই বিয়েও বেশিদিন না টেকায় এরপর তিনি একের পর এক বিয়ে করতে থাকেন । সম্প্রতি ৫৩ তম বিয়ে করেছেন আবু আবদুল্লাহ ।
তিনি জানান,সবচেয়ে সংক্ষিপ্ততম বিয়ে মাত্র এক রাত স্থায়ী হয়েছিল । বিদেশে ব্যবসায়িক সফরে গিয়ে তিনি এক বিদেশীনিকে বিয়ে করেছিলেন । তবে প্রতি বিয়ের আগেই তিনি অবশ্য আগের স্ত্রীকে তালাক দিয়ে দিতেন । তবে তাঁর সন্তানের সংখ্যা কত তা স্পষ্ট করে বলতে পারেননি ওই বৃদ্ধ ।
কিন্তু কেন এত বিয়ে ? উত্তরে আবু আবদুল্লাহ জানান, সঠিক সঙ্গীর সন্ধান করা এবং নিজেকে খুশি রাখার জন্য তিনি একের পর এক বিয়ে করে গেছেন । তবে এরপর আর বিয়ে করবেন না বলে জানিয়েছে ওই বৃদ্ধ । জীবনের পড়ন্ত বেলায় তাঁর উপলব্ধির কথাও শুনিয়েছেন আবদুল্লাহ । তিনি বলেন,’পৃথিবীর প্রতিটি মানুষ চায় একজন করে নারী সঙ্গী থাকুক এবং চিরকাল তার সাথে থাকুক। স্থিরতা একজন যুবতীর সাথে পাওয়া যায় না,বরঞ্চ একজন বৃদ্ধার সাথে পাওয়া যায় ।’।