এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৮ সেপ্টেম্বর : আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণির উপরে মেয়েদের স্কুল বন্ধ করাকে ‘লজ্জাজনক, দুঃখজনক এবং সম্পূর্ণরূপে পরিহারযোগ্য’ বলে বর্ণনা করেছে জাতিসংঘ । আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (UNAMA) ভারপ্রাপ্ত প্রধান মার্কাস পটজেল ( Markus Potzel) সম্প্রতি বলেছেন,’এটি একটি দুঃখজনক, লজ্জাজনক, এবং সম্পূর্ণরূপে পরিহারযোগ্য বার্ষিকী’ । উল্লেখ্য, গত বছরের ২৭ তারিখে আফগানিস্তানের দখল নেওয়ার পর তালিবানরা মেয়েদের স্কুল পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল । কিন্তু এক বছর পার হলেও তারা তাদের প্রতিশ্রুতি পূরণে কোনো উৎসাহ দেখায়নি ।
পটজেল বলেন,’হাই স্কুল থেকে মেয়েদের অব্যাহত বাদ দেওয়ার কোনো বিশ্বাসযোগ্য যুক্তি নেই এবং বিশ্বের কোথাও এই ধরনের নজির নেই। এটা মেয়েদের একটি প্রজন্মের জন্য এবং আফগানিস্তানের ভবিষ্যতের জন্য গভীরভাবে ক্ষতিকর ।’ আফগানিস্তানে মহাসচিবের ডেপুটি স্পেশাল রিপ্রেজেন্টেটিভ পটজেল আরও বলেছেন ‘১৮ সেপ্টেম্বর ২০২১-এ যখন ছেলেদের জন্য হাই স্কুলগুলি আবার খোলা হয়েছিল, তখন তালিবান মেয়েদেরকে বাড়িতে বসে থাকার নির্দেশ দিয়েছিল । ফলে তালিবানের বাধায় বিগত বিগত এক বছরে এক মিলিয়নেরও বেশি মেয়ে স্কুলের মুখ দেখেনি ।’
তিনি তালিবান শাসকদেরও সমালোচনা করে বলেন, ‘এই গুরুত্বপূর্ণ বিষয়সহ বিভিন্ন বিষয়ে তালিবান তাদের প্রতিশ্রুতি রাখতে সম্পুর্ন ব্যর্থ হয়েছে । আফগান মেয়েদের এবং মহিলাদের সবচেয়ে মৌলিক অধিকার লঙ্ঘন করছে তালিবান । এর ফলে মেয়েদের বিরুদ্ধে প্রান্তিকতা, সহিংসতা, শোষণ এবং নির্যাতনের ঝুঁকি বাড়াচ্ছে ।’
অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রবিবার বলেছেন,’আফগানি মেয়েদের জ্ঞান ও সুযোগ হারানো এক বছর কখনোই পূরণ করা যাবে না । তালিবানদের অবশ্যই মেয়েদের স্কুলে ফিরিয়ে দিতে হবে ।’ তিনি মেয়েদের মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় পুনরায় চালু করতে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য তালিবানের কাছে আহ্বান জানান ।।