এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,১৭ সেপ্টেম্বর : এক তরুণীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনার পর ফের শিরোনামে উত্তর ২৪ পরগনা জেলার টিটাগড় । এবারে ক্লাস চলাকালীন একটি সরকারি স্কুলের ছাদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল । শনিবার এই ঘটনাটি ঘটেছে টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুল নামে একটি সরকারি স্কুলে । টিটাগড় দক্ষিণ স্টেশন রোডে রয়েছে এই স্কুলটি ।
স্কুল সুত্রে খবর,এদিন সকাল প্রায় ১১ টা নাগাদ স্কুলের প্রার্থনা শেষ হওয়ার পর সবেমাত্র ক্লাস শুরু হয়েছিল । আর ঠিক তখনই প্রবল জোরে বিস্ফোরণে গোটা স্কুল ভবন কেঁপে ওঠে । ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে । তাঁরা ক্লাস রুম থেকে বাইরে বেড়িয়ে এলে ছাদ থেকে ধোঁওয়ার কুন্ডলী উঠতে দেখে । স্কুল চত্বরে নজরে পড়ে বোমার টুকরো । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেখে বিস্ফোরণের জেরে স্কুলের ছাদের একাংশ উড়ে গেছে । স্কুলের শিক্ষক খালিদ তৈয়ব বলেন,’প্রচন্ড জোরে বিস্ফোরণ হয়েছিল । সৌভাগ্যবশত ক্লাস চলাকালীন হয়েছিল তাই, টিফিনের সময় হলে বিরাট বড়সড় দূর্ঘটনা ঘটে যেতে পারতো ।’
তবে মজুত বোমায় বিস্ফোরণ হয়েছিল,নাকি বাইরে থেকে স্কুলের ছাদে বোমা ছোড়া হয়েছিল তা স্পষ্ট নয় । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে । তবে এই ঘটনায় এদিন সন্ধ্যা পর্যন্ত গ্রেফতারির কোনো খবর নেই বলে জানা গেছে । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,ইতিপূর্বে এলাকায় একাধিকবার বোমাবাজির ঘটনা ঘটলেও কোনো স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনা এই প্রথম ঘটল । এদিকে এই ঘটনার পর অবিভাবকদের মধ্যেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।।