দিব্যেন্দু রায়,পূর্ব বর্ধমান,১৭ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থেকে একটি লক্ষ্মী পেঁচাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করল বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । জানা গেছে,বৃহস্পতিবার রাতে মুশলধার বৃষ্টি হয়েছিল । সেই সময় র মন্তেশ্বর গ্রামের জোকারি পাড়ার বাসিন্দা মুক্তি রায় নামে জনৈক এক গ্রামবাসীর বাড়িতে অসুস্থ অবস্থায় আশ্রয় নিয়েছিল ওই পেঁচাটি । খবর পেয়ে পরের দিন পেঁচাটি উদ্ধার করে বর্ধমান নিয়ে যায় সংস্থার লোকজন ।
বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের কর্মকর্তা অর্নব দাস জানান,পেঁটাটিকে ইংরাজীতে বলা হয় বার্ন আউল(Barn Owl) । এর বিজ্ঞানসম্মত নাম টয়েটো অ্যালবা(Tyto alba)। বাংলায় টাইটেনিডে পরিবারভুক্ত লক্ষ্মীপেঁচার তিনটি প্রজাতি রয়েছে । সেগুলি হল-অস্ট্রেলেশিয়া গ্রাস আউল(বিজ্ঞানসম্মত নাম Tyto Longimembris), অরিয়েন্টাল বে-আউল (বিজ্ঞানসম্মত নাম Phodilus Badius) আর লক্ষ্মীপেঁচা বা টয়েটো অ্যালবা । তার মধ্যে লক্ষ্মীপেঁচা বিরল প্রজাতির । সাধারণত বনভূমিতে এরা থাকে । তবে বনভূমি কমে যাওয়ার এরা গৃহস্থের খালি বাড়িতেও আশ্রয় নেয় ।
অর্নববাবু জানিয়েছে,মন্তেশ্বর থেকে উদ্ধার করে আনা পেঁচাটি এতটাই অসুস্থ ছিল যে কিছুই খাওয়া দাওয়া করতে পারছিল না । চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছে । সম্পূর্ণ সুস্থ হওয়ার পর বনদপ্তরের হাতে পেঁচাটিকে তুলে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ।।