এইদিন ওয়েবডেস্ক,১৭ সেপ্টেম্বর : প্রাক্তন সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই দেশ তাজিকিস্তান (Tajikistan) ও কিরগিজস্তানের (Kyrgyzstan) মধ্যে সীমান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছে । আহত হয়েছে ৮৭ জন । কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাতকেন ও তাজিকিস্তানের উত্তরাঞ্চলীয় সুগদ অঞ্চলে এই সংঘর্ষ চলছে । যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও নতুন করে সংঘর্ষে জড়ানোয় একে অপরকে দোষারোপ করেছে দুই দেশের সরকার । হতাহতের পরিসংখ্যান দিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স । তবে তারা হতাহতের মধ্যে কতজন সামরিক বাহিনীর সদস্য এবং কতজন সাধারণ মানুষ আছে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি ।
শুক্রবার এক বিবৃতি জারি করে যুদ্ধের কথা স্বীকার করেছে কিরগিজ সীমান্ত বাহিনী । তারা জানিয়েছে, তাজিকিস্তানের হামলা রুখতে পালটা হামলা চালাচ্ছে তারাও । কিছু এলাকায় ব্যাপক লড়াই চলছে । কিরগিজের সরকারি জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান কামচিবেক তাশিয়েভ ইন্টারফ্যাক্সকে জানিয়েছেন,সংঘর্ষে সেনাকর্নীরাই বেশি আহত হয়েছেন । তাজিকিস্তান বাহিনী ট্যাংক, সেনা বহনকারী সাঁজোয়া গাড়ি ও মর্টার নিয়ে কিরগিজ গ্রামে ঢুকে পড়েছে । বাতকেন শহরের বিমানবন্দর ও আশপাশের এলাকায় তারা গোলাবর্ষণ করেছে । বর্তমানে পরিস্থিতি খুবই জটিল । আগামী কাল কী হবে তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় । তাই আগাম সতর্কতা হিসাবে এলাকা থেকে ১ লাখ ৩৬ হাজারের বেশি সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান ।।
ছবি : সীমান্তে কিরগিজস্তানের বাহিনী । সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।