★★ চণ্ডালের বিদ্যাশিক্ষার যত আবশ্যক, ব্রাহ্মণের তত নহে । যদি ব্রাহ্মণের ছেলের একজন শিক্ষকের আবশ্যক, চণ্ডালের ছেলের দশ জনের আবশ্যক। কারণ যাহাকে প্রকৃতি স্বাভাবিক প্রথর করে নাই, তাহাকে অধিক সাহায্য করিতে হইবে। তেলা মাথায় তেল দেওয়া পাগলের কর্ম। The poor, the down-trodden,the ignorant, let these be your God.
★★ দেশে কি মানুষ আছে ? ও শ্মশানপুরী । যদি lower class-দের education ( নিম্নশ্রেণীদের শিক্ষা ) দিতে পারো, তা হলে উপায় হতে পারে। জ্ঞানবলের চেয়ে বল আর কি আছে—বিদ্যা শেখাতে পারো ? বড় মানুষেরা কোন কালে কোন দেশে কার কি উপকার করেছে ? সকল দেশেই বড় বড় কাজ গরীবেরা করে।
★★ নিজেদের সঙ্কীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখ, সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালবাসো ? তোমরা কি দেশকে ভালবাসো ? তাহলে এস, আমরা ভাল হবার জন্য উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেও না— অতি প্রিয় আত্মীয়স্বজন কাঁদুক ;পেছনে চেও না, সামনে এগিয়ে যাও ।
উদ্বোধন কার্যালয় কলকাতা হইতে প্রকাশিত “শ্রীশ্রী রামকৃষ্ণ, শ্রীমা ও স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী” পুস্তক হইতে সংগৃহীত ।