এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৬ সেপ্টেম্বর : দিল্লি ওয়াকফ বোর্ড দুর্নীতি মামলায় বড়সড় অভিযান চালালো দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা (ACB) । শুক্রবার সন্ধ্যায় পুলিশ আম আদমি পার্টির (এএপি) বিধায়ক তথা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খানকে(Amanatullah Khan) গ্রেফতার করেছে । পাশাপাশি পুলিশ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে নগদ ২৪ লক্ষ টাকা,দুটি বেআইনি পিস্তল ও বেশ কিছু কার্তুজ । এদিন পুলিশি অভিযানের সময় প্রবল বাধার মুখে পড়তে হয় পুলিশকে । আমানতুল্লাহ খানের বাড়ির বাইরে এসিবির এক এসিপিকে হেনস্থা করার চেষ্টা করেন আমানতুল্লাহ খানের আত্মীয়-স্বজনরা । শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসিবিকে অতিরিক্ত বাহিনী ডাকতে হয় ।
ভিডিও থেকে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে । হামলাকারীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান, সরকারি আধিকারিককে লাঞ্ছিত করা এবং প্রমাণ লোপাট প্রভৃতি একাধিক ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে । অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ ।
জানা গেছে,দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন আমানতুল্লাহ খানের বিরুদ্ধে পদের অপব্যবহার করে প্রচুর অনিয়মের অভিযোগ উঠেছে । তার মধ্যে রয়েছে সরকারি অর্থের অপব্যবহার ও আত্মসাৎ, যানবাহন কেনায় দুর্নীতি, ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে ভাড়াটিয়া বসানো,৩৩ জনের বেআইনি নিয়োগেরও অভিযোগ রয়েছে আমানতুল্লাহর বিরুদ্ধে । এসিবি ২০২০ সালের জানুয়ারিতে দুর্নীতি প্রতিরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা নথিভুক্ত করেছিল তার বিরুদ্ধে ।
এরপর এদিন সন্ধ্যায় এএপি বিধায়কের ৬ টিরও বেশি ডেরায় অভিযান চালায় দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা । আমানতুল্লাহ খানের ঘনিষ্ঠ জামিয়ার গফুর নগরের বাসিন্দা হামিদ আলি খানের কাছ থেকে দুটি অবৈধ পিস্তল, কার্তুজ এবং ১২ লক্ষ টাকা উদ্ধার করা হয় । অন্য আরও এক জায়গা থেকে বাকি ১২ লক্ষ টাকা পাওয়া যায় । হামিদ আলি খানের বিরুদ্ধে জামিয়া থানায় অস্ত্র আইনে মামলা রজু হয়েছে । তাকে খুঁজছে পুলিশ । এদিকে অভিযানের সময় আমানতুল্লাহর বাড়ির লোকজন অনেক ঘরে তালা লাগিয়ে পালিয়ে গিয়েছিল । সেই সমস্ত তালা খুলে ঘরে তল্লাশি চালাচ্ছে পুলিশ । পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমানতুল্লাহ খানকে ।।