দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মাদপুর গ্রামের পথ কুকুরদের নিয়ে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসী । গ্রামের রাস্তায় কেউ বের হলেই অতর্কিতে হামলা চালাচ্ছিল পথ কুকুরের দল । কুকুরের কামড়ে কয়েকজন ঘায়েলও হয়েছেন । এই দেখে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন জনৈক গ্রামবাসী । শেষে জেলা প্রশাসনের নির্দেশে গ্রামবাসীদের জলাতঙ্কের আতঙ্ক কাটাতে শুক্রবার পথ কুকুরের টিকাকরণ করল প্রাণীসম্পদ বিকাশ বিভাগ । ভাতার ব্লক প্রাণীসম্পদ বিকাশ দফতরের আধিকারিক শঙ্খ ঘোষ জানিয়েছেন, এদিন মোট ২১ টি কুকুরকে ধরে টিকা দেওয়া হয়েছে । এর ফলে আর কাউকে ওই কুকুরগুলি কামড়ালে জলাতঙ্কের ভয় থাকবে না ।
জানা গেছে,বেশ কিছুদিন ধরে মাদপুর গ্রামের কিছু পথকুকুর হিংস্র স্বভাবের হয়ে গিয়েছিল । গ্রামের রাস্তা দিয়ে কেউ গেলেই দলবদ্ধভাবে তারা তেড়ে আসছিল । কয়েকজন গ্রামবাসীকে কামড়ে অল্পবিস্তর ঘায়েলও করেছে । বর্তমানে তাঁরা জলাতঙ্কের টিকা নিচ্ছেন । কিন্তু দিন কয়েক আগে শিবু পণ্ডিত নামে এক প্রবীণ গ্রামবাসীকে মারাত্মক জখম করে দেয় একটি পথকুকুর । অতর্কিতে হামলা করে তাঁর পায়ের মাংস কার্যত খুবলে নেয় কুকুরটি । ১৩ টি সেলাই দিতে হয়েছে ওই ব্যক্তিকে । এরপর গতসপ্তাহে বর্ধমান জেলাপ্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন পণ্ডিত নামে এক গ্রামবাসী । শেষে জেলা প্রশাসনের নির্দেশে এদিন গ্রামের পথ কুকুরদের টিকাকরণ করে ভাতার ব্লক প্রাণীসম্পদ বিকাশ দফতর । বলগোনা প্রাণীচিকিৎসা কেন্দ্রের মেডিকেল অফিসার নির্মল মণ্ডলের নেতৃত্বে একটি দল মাদপুর গ্রাম ঘুরে পথ কুকুরের টিকাকরন করেন ।।