এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ সেপ্টেম্বর : ভরপুর বর্ষা চলছে । বাড়ছে মশার উপদ্রপ । সেই সঙ্গে রাজ্য জুড়ে বাড়ছে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা । তার মধ্যে ডেঙ্গুর প্রকোপ বেশি লক্ষ্য করা যাচ্ছে । পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে এক মহিলাসহ ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন । তবে আক্রান্তরা সকলেই ভিন রাজ্য বা জেলা থেকে সম্প্রতি বাড়ি ফিরেছিলেন বলে জানা গেছে ।
হাসপাতাল সুত্রে খবর, পূর্বস্থলী ২ ব্লকের নিমদহ পঞ্চায়েতের সরাংপুর গ্রামের বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত বাগদাদ মিঞা কলকাতার ডানকুনি এলাকায় সোনার গয়না তৈরির দোকানে কাজ করেন । সম্প্রতি ডেঙ্গুর উপসর্গ নিয়ে নিয়ে তিনি বাড়ি ফিরেছিলেন । হায়দ্রাবাদ থেকে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ফেরা গৌতম দাস,একই উপসর্গ নিয়ে মুম্বই থেকে ফেরা আব্দুল সাহিদ মল্লিক এবং নদীয়ার শান্তিপুরের বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত হোসেনারা খাতুন নামে এক মহিলারও কাটোয়া হাসপাতালে চিকিৎসা চলছে ।
এছাড়া কেতুগ্রামের ইছাপুরের বাসিন্দা মানব বাউরি নামে অপর এক যুবক কলকাতার নারকেলডাঙ্গায় একটি মিষ্টির দোকানে কাজ করতেন । সেখান থেকেই তিনি জ্বরের উপসর্গ নিয়ে সম্প্রতি বাড়ি ফিরেছিলেন । তবে তার ম্যালেরিয়া হয়েছে বলে জানা গিয়েছে । রোগীদের প্রত্যেককে মশারি টাঙিয়ে আলাদা ভাবে রাখা হয়েছে । এদিকে জ্বর হলেই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন মহকুমা হাসপাতালের সুপার শেখ সৌভিক আলম । পাশাপাশি বাড়ির আশেপাশে যাতে জল না জমে সেদিকে নজর রাখার জন্য সকলকে আবেদন জানিয়েছেন তিনি ।।