এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,১৬ সেপ্টেম্বর : ইউক্রেনের উত্তর-পূর্বের ইজিয়াম শহর থেকে রুশ বাহিনী প্রত্যাহারের পর একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে জানালো ইউক্রেন । ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইট করে জানিয়েছে,রুশ সেনামুক্ত হওয়ার পর ইজিয়ামে গণকবর আবিষ্কৃত হয়েছে । বৃহত্তম সমাধিস্থলে ৪৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তির কবর রয়েছে । ওই ব্যক্তিদের গোলা বর্ষণ বা বিমান হামলায় মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষের অনুমান । এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মুক্ত শহর পরিদর্শনের সময় এই গণকবরের আবিষ্কারকে ইউক্রেনে রাশিয়ার কথিত অপরাধের অংশ বলে অভিহিত করেছেন । বৃহস্পতিবার গভীর রাতে একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন,’রাশিয়া সর্বত্র মৃত্যুকে পিছনে ফেলেছে এবং এজন্য তাদের অবশ্যই দায় নিতে হবে ।’ পাশাপাশি তিনি বলেন, ‘প্রয়োজনীয় প্রক্রিয়া ইতিমধ্যে সেখানে শুরু হয়েছে । আশা করা যাচ্ছে বিস্তারিত তথ্য আগামীকালকের মধ্যে পাওয়া যাবে।’
অন্যদিকে রাশিয়া বরাবরই সাধারণ মানুষকে টার্গেট করা এবং যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে । উল্লেখ্য, ইউক্রেনীয় বাহিনীর জন্য প্রচুর সামরিক যান ও গোলাবারুদ রেখে রাশিয়ান বাহিনী দুই দিন আগে ইজিয়াম শহর ছেড়েছে ।।