এইদিন ওয়েবডেস্ক,১৫ সেপ্টেম্বর : বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে যে তাদের বাহিনী দুটি পৃথক হামলা চালিয়ে দুই পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং তিনজন আহত করেছে । বিএলএ সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার একটি প্রেস রিলিজে বলেছেন, কালাত এবং বোলান এলাকায় দুটি পৃথক হামলার চালানো হয়েছিল । তাতে ২ পাকিস্তানি সেনা কর্মকর্তা নিহত এবং ৩ জন আহত হয়েছেন ।
তিনি আরও বলেন, বেলুচ লিবারেশন আর্মি বোলানের “মারগেট” এলাকায় একটি সামরিক টাওয়ারে বসানো মাইন বিস্ফোরণে দুই পাকিস্তানি সেনা কর্মকর্তাকে হত্যা করে । পাশাপাশি কালাত শহরের মানগোচর এলাকায় পাকিস্তান সেনা কেন্দ্রের প্রধান ফটকে গ্রেনেড নিক্ষেপ করে ৩ পাকিস্তানি সেনা কর্মকর্তাকে আহত করেছে ।
প্রসঙ্গত,বেলুচিস্তান লিবারেশন আর্মি চলতি মাসের ১৩ তারিখে একটি হামলায় পাঁচ পাকিস্তানি সেনা কর্মকর্তাকে হত্যা করেছে বলেও দাবি করেছিল । যদিও এই বিষয়ে পাকিস্তানের তরফ থেকে কোনো মতামত পাওয়া যায়নি ।।