এইদিন ওয়েবডেস্ক,খড়গপুর,১৫ সেপ্টেম্বর : ২০১১ সাল থেকে ২০২২,দীর্ঘ ১০ বছর এরাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস । এক প্রকার রাজ্যে বিনিয়োগ নেই বললেই চলে । প্রতি বছর লাখ লাখ টাকা ব্যয়ে ঘটা করে বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন হচ্ছে । কিন্তু বড় বড় শিল্পপতিরা মুখ ঘুরিয়ে আছেন । বাংলায় চাকরির বাজার সঙ্কুচিত হয়ে গেছে । বিকল্প কর্মসংস্থানের জন্য বেকার যুবক যুবতীদের ইতিপূর্বে ‘তেলেভাজার দোকান’ করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার হাতে কেটলি নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রির পরামর্শ দিলেন ।
বৃহস্পতিবার খড়গপুরের উত্কর্ষ বাংলায় চাকরির নিয়োগপত্র বণ্টন অনুষ্ঠানে এলাকার বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী পরামর্শ, ‘চা ভরতি কেটলি নিন, সঙ্গে কয়েকটা কাপ নেবেন। এসব নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ুন। দেখবেন হু হু করে চা বিক্রি হয়ে যাবে। পরের দিন মাকে বলুন, একটু ঘুগনি বানিয়ে দিতে। সেটাও নিয়ে যান। সব বিক্রি হয়ে যাবে। একটা কৌটোয় ঝালমুড়ি ভরে নিন, অল্প বাদাম-ছোলা ফেলে দিন। দেখবেন একের পর এক খেতে চাইবে। বিক্রি করে শেষ করতে পারবেন না।’
পাশাপাশি উপস্থিত যুবকদের কোটিপতি হওয়ার ফর্মুলাও বাতলে দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন,’ইদানিং কচুরিপানা শুকিয়ে ব্যাগ হচ্ছে। এমনকি শালপাতার মত কচুরিপানার থালাও হচ্ছে। বড় বড় একটা পাতা আছে না! অনেকটা তালপাতার মতো দেখতে। সেগুলোতে একটা কাঠি গুঁজে নিলেই ঠোঙা হয়ে যাবে। আর কিনতে হবে না। একটু বুদ্ধি বের করুন। তাহলেই কাজ হবে। কেউ যদি জিজ্ঞাসা করেন, কী করছেন? বলবেন, এটা করেই কোটিপতি হবেন।’
মুখ্যমন্ত্রী এমন একটা সময় বেকারদের এই পরামর্শ দিলেন যখন শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় তাঁরই ক্যাবিনেটের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলেবন্দি রয়েছেন । পার্থবাবুর ঘনিষ্ঠ বান্ধবীর কাছ থেকে টাকার পাহাড় উদ্ধার করছে ইডি । গরু পাচার মামলায় মুখ্যমন্ত্রীর দলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলও জেলে । তাঁরও পরিবারের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বিলাসবহুল জীবন যাপনের অভিযোগ তুলছে বিজেপি । আর এরই মাঝে মুখ্যমন্ত্রীর এহেন পরামর্শে কার্যত হতাশ তরুন প্রজন্ম ।।