এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৫ সেপ্টেম্বর : ২০১৪ সালে ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে একের পর এক উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তার মধ্যে অন্যতম ডিজিটাল ভারত অভিযান । দেশের সর্বস্তরের মানুষ , বিশেষত গ্রামীণ নাগরিকদের ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যেই এই কর্মসূচির উপর জোর দিয়েছিলে প্রধানমন্ত্রী । এসেছে অভূতপূর্ব সাফল্যও । বিজেপি ক্ষমতায় আসার পর এযাবৎ ভারতে ডিজিটাল পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে । আর নরেন্দ্র মোদীর ডিজিটাল ভারত অভিযানের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস(Bill Gates) । তাঁর কথায়, ‘করোনার পর ইউপিআই ব্যবহার বেড়েছে বহুগুণ । ইউপিআই স্কিমের অধীনে ভারত বিশ্বের কাছে একটি মডেল ।’
শুধু তাইই নয়,স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়নের মতো বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপের প্রশংসা করেছেন বিল গেটস । করোনার টিকাকরণ, বিকল্প জ্বালানির সন্ধান প্রভৃতি ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন তিনি । বিল গেটস বলেছেন যে ভারত বিশ্বের কাছে অনেক ক্ষেত্রেই রোল মডেল হয়ে উঠেছে ।
তিনি বলেন,’বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ রয়েছে ভারতে । অনেক ক্ষেত্রেই, ভারত বিশ্বের অন্যান্য অংশের জন্য একটি রোল মডেল হয়ে উঠেছে । বিশেষ করে, স্বনির্ভর গোষ্ঠী এবং ডিজিটাল পরিকাঠামোর মাধ্যমে মহিলাদের জীবনকে উন্নত করা এমন জিনিস যা অন্যান্য দেশের ভারতের কাছ থেকে শেখা উচিত ।’ তিনি বলেন,’ভারতে সৌরবিদ্যুতের ব্যবহার বেড়েছে । রিলায়েন্সের মতো সংস্থাগুলি এতে বিনিয়োগ করতে দেখে আমি খুশি ।’
ডিজিটাল পেমেন্ট, করোনা ভ্যাকসিন, নারীর ক্ষমতায়ন ছাড়াও কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়ায় নরেন্দ্র মোদীর উদ্যোগের প্রশংসা করেছেন গেটস । তিনি বলেন,’ভারতের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারত স্বাস্থ্য ও কৃষি খাতকে অগ্রাধিকার দিচ্ছে এটা গুরুত্বপূর্ণ বিষয় ।’ প্রসঙ্গত,চলতি বছরের ডিসেম্বরে গুজরাট বিধানসভার ভোট । ইতিমধ্যেই কোমড় বেঁধে আসরে নেমে পড়ছে কংগ্রেস । ঝাঁপিয়ে পড়েছে আম আদমি পার্টির মত আঞ্চলিক দলগুলিও । এই পরিস্থিতিতে বিল গেটসের এই উপলব্ধি প্রকাশ্যে আসায় উজ্জীবিত গেরুয়া শিবির ।।