এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৫ সেপ্টেম্বর : আফগানিস্তানে হাজার হাজার শিশু হামে আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে শত শত মারা গেছে-এক রিপোর্টে একথা জানিয়েছে জাতিসংঘ । জাতিসংঘের মতে, যেসব শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভোগে তারা বিশেষ করে হামে আক্রান্ত হয় । আর মারা যাওয়ার ঝুঁকিও তাদের সব থেকে বেশি থাকে । চলতি বছর আফগানিস্তানে ১১ লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে জাতিসংঘের রিপোর্টে জানানো হয়েছে ।
রিপোর্ট অনুযায়ী, ভ্যাকসিনের দুটি ডোজ হামের সংক্রমণ এবং এর মৃত্যু প্রতিরোধ করলেও আফগানিস্তানে সময় মতো শিশুদের টিকা জোটে না । যার ফলে দেশ জুড়ে এই রোগটি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে । বর্তমানে কার্যত মহামারীর আকার নিয়েছে হাম । আফগানিস্তানে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে হামের ৬৫,৪৭০ টি কেস রেকর্ড করা হয়েছে । মারা গেছে ৩৬৭ টি শিশু । তবে এর বাইরেও বহু শিশুর মৃত্যু হয়েছে । তার বেশিরভাগ ঘটনাই রেকর্ড করেনি তালিবান সরকার।
ডাঃ ফরিদুন জাদারন বলেন, যাদের হামের টিকা দেওয়া হয়েছে, তাদের হামের সংক্রমণ সহজেই কেটে যায় । তারপরেও শিশুরা হামে আক্রান্ত হলে বাড়িতেই চিকিৎসা করানো সম্ভব। এমন শিশু আছে যাদের দুই বা তিন বার হামের সংক্রমণ হয়েছে । কিন্তু যারা টিকা পেয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি ।’
উন্নত ও ধনী দেশগুলোতে শৈশবে শিশুদের টিকা দেওয়ার মাধ্যমে হামের ঝুঁকি দূর হয়েছে, কিন্তু আফগানিস্তানের মতো দেশে, যেখানে স্বাস্থ্য পরিষেবা দুর্বল, সেখানে হাম মহামারির আকার ধারণ করেছে । গবেষণায় দেখা গেছে, হাম থেকে সুস্থ হয়ে উঠলেও তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সে সহজেই অন্যান্য রোগে আক্রান্ত হয় । আফগানিস্তানে হামের পাশাপাশি শিশুদের ডায়রিয়ার প্রকোপও বাড়ছে । চলতি
বছরে ভূমিকম্প ও বন্যার কারনে সব বয়সের মানুষের মধ্যে সংক্রামক রোগ ব্যাপক হারে বেড়ে গেছে আফগানিস্তানে ।।