এইদিন ওয়েবডেস্ক,টরন্টো,১৫ সেপ্টেম্বর : কানাডার টরন্টোয় বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী শ্লোগান লিখলো বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্থানিরা । মন্দিরের দেওয়ালে লেখা ভারত বিরোধী শ্লোগানের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করে । আর নিমেষে তা ভাইরাল হয়ে যায় । ভিডিওতে দেখা গেছে মন্দিদের গেটের পাশে দেওয়ালসহ বেশ কিছু জায়গায় লেখা হয়েছে ভারত বিরোধী শ্লোগান । ঘটনার সমালোচনা করে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি উঠছে ।
কানাডায় বসবাসকারী ভারতীয়রা এবং বিশেষ করে গুজরাটিরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে । কানাডার অটোয়াতে অবস্থিত ভারতীয় হাইকমিশনও ঘটনার নিন্দা করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কানাডার সরকারের কাছে দাবি জানিয়েছে ।
কানাডার ব্রাম্পটন সাউথের সাংসদ সোনিয়া সিধুই এই ইস্যুতে প্রথম প্রতিবাদে সরব হয়েছেন । তিনি টুইট করেছেন,’আমরা একটি বহু-সাংস্কৃতিক এবং বহু-ধর্মীয় সমাজের মধ্যে নিরাপত্তা নিয়ে বাস করি, পদক্ষেপ করা উচিত। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ।’ ব্র্যাম্পটনের মেয়রও পুরো ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘কানাডায় এ ধরনের বিদ্বেষের কোনো স্থান নেই, আশা করছি দ্রুত বিচার হবে।’
কানাডার আরেক ভারতীয় সাংসদ চন্দ্র আর্য বলেছেন,এটিই প্রথম নয়, এর আগেও বারবার হিন্দু মন্দিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে ।’ তিনি বলেন, কানাডায় স্বামীনারায়ণ মন্দিরে খালিস্তানিদের দ্বারা যে কাজ করা হয়েছে তার নিন্দা করা উচিত সবার। এই প্রথমবার নয় যে কোনও হিন্দু মন্দিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে, এর আগেও মন্দিরের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধের ঘটনা ঘটেছে ।’।