এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ সেপ্টেম্বর : মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের দিন সাঁতরাগাছিতে ৮ মহিলা পুলিশকর্মীকে এগিয়ে ট্রাপে ফেলার চেষ্টা হয়েছিল এবং এই চক্রান্তের পিছনে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন আইপিএস জ্ঞানবন্ত সিং- এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বুধবার সন্ধ্যায় কলকাতায় দীর্ঘ ২০ মিনিট ২ সেকেন্ডের সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারী । বুধবারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,’গতকাল উনি(অভিষেক বন্দ্যোপাধ্যায়) একটা পরিকল্পনা করেছিলেন । কারন আমি মেদিনীপুরের কোলাঘাট থেকেও আসতে পারতাম । আমি দক্ষিণেশ্বরের দিক দিয়েও সাঁতরাগাছি আসতে পারতাম । আর কলকাতা থেকেও যেতে পারতাম । কিন্তু আমাকে পুলিশের বন্ধুরা জানিয়েছিল যে ধুলাগড়ে কমপ্লিট ব্লক রাখা হবে । তারপরেও দেখেছি কোনাতেও ব্লক করে দেওয়া হয়েছিল । মোটরসাইকেল যেতে দেওয়া হয়নি । আমি বেহালায় এসেছিলাম কারন ভেবেছিলাম আমি সাঁতরাগাছি পৌঁছাতে পারবো ।’
তিনি বলেন,’আপনারা অদ্ভুদ ভাবে দেখবেন, প্রথমে আমাকে আটকায় সূর্য প্রতাপ যাদব বলে পুলিশের আইপিএস । সেটা সবাই দেখেছেন । অন ক্যামেরা । তারপর ডিসি সাউথ আকাশ মেঘারিয়া ছুটে আসেন । যিনি পুরুলিয়ার এসপি থাকার সময় কয়লার টাকা তুলে ভাইপোর কাছে পৌঁছে দিয়েছে,সবাই জানে । যিনি মহাত্মা গান্ধীর মূর্তির নিচে বসে থাকা চাকরি না পাওয়া মেধাবী ছাত্রছাত্রীদের অত্যাচারের নায়ক । তিনি এসে আমায় যা বলার বললেন । তারপরে জ্ঞানবন্ত সিংকে ডেকে নিয়ে এলেন । জ্ঞানবন্ত সিং কলকাতা পুলিশের কেউ নন । এরপর জ্ঞানবন্ত সিং চোখ মেরে ইশারা করলেন। আর পুলিশের ৮ জন মহিলা এল । তারা প্রত্যেকে পুলিশের পোশাকে ছিল না । তারা জগিং এর পোশাকে ছিলেন । বুঝতেই পারছেন, একদম পরিকল্পিত চক্রান্ত । এদের নেতৃত্ব দিচ্ছিলেন হিন্দি ভাষায় কথা বলছিলেন, ক্রিশ্চানিয়া মারিয়া বলে একজন পুলিশের লেডি এএসআই । তিনি আমার বাম দিকের ঘাড়ে অনেক বার ধাক্কা দিয়েছেন । আমার বাম কাঁধ চেপে ধরেছিলেন । আমি তখন যা বলেছি তা আপনারা দেখেছেন । আমি বলেছি আপনি মাতৃ শক্তি । আমি একজন পুরুষ আপনি আমার গায়ে হাত দেবেন না । আপনি একজন সম্মানীয়া মহিলা মায়ের জাত । এটা সবাই দেখেছে ।
শুভেন্দু বলেন,’এটা ভাইপো আর জ্ঞানবন্ত সিংয়ের পরিকল্পনা । কিন্তু ব্যর্থ হয়েছে । আপনারা জানেন আমি যদি প্রতিক্রিয়া দিতাম,ওই লেডি গ্রুপের সঙ্গে ধাক্কাধাক্কি করতাম তাহলে একটা জামিন অযোগ্য ধারায় এফআইআর করত । এফআইআরে আমি ভয় পাইনা । কিন্তু ওদের ট্রাপে আমি পা দিইনি । এসআই ছিলেন মাইনরিটিস । তিনি লেডি এবং পুলিশের নির্দেশে সেখানে সরকারি কর্তব্য করতে এসেছিলেন । সব মিলিয়ে এক চক্রান্তের ফাঁদে পা না দেওয়াটা ওদের খুব গায়ে লেগেছে ।’
মঙ্গলবারের শুভেন্দু অধিকারীর মহিলা আধিকারিকের কথোপকথনের ভিডিও শেয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ টুইটের কারনে এদিন কার্যত তুলোধোনা করেন শুভেন্দু । শুভেন্দু বলেন,’আমার চরিত্রে কোনো দাগ নেই । মেয়েরা আমার কাছে মায়ের মত । আর আপনি ? স্ত্রী আর শালিকাকে দিয়ে বিদেশে বে আইনি টাকা পাচার করেন । কোন এমপি বা এম এল এ স্বাধীনতার ৭৫ তম বর্ষ নিজের দেশে না থেকে দুবাইয়ে লাইক কিং লাইফ স্টাইলে এনজয় করেছে ? তার নাম এই কয়লা ভাইপো ব্যানার্জি ।’
তিনি বলেন,’আমার কয়েকদিনের টুইট ফলো করছেন,ওনার খুব গায়ে লেগেছে । মেনকা গম্ভীর পালাচ্ছিল ব্যাঙ্ককে । তাকে ইডি আটকে দিল । মনে করেছে এর পিছনেও হয়তো শুভেন্দু অধিকারী আছে । কিন্তুএজেন্সির সঙ্গে আমার তো কোনো ভূমিকাই নাই ।’ এরপর শুভেন্দু বলেন,’রুজিরা নারুলা কে আমি প্রশ্ন করি উত্তর দেয় না কেন? মেনকা গম্ভীরের সঙ্গে রিলেশন কি উত্তর দেয় না কেন? অঙ্কুশ অরোরা,পবন অরোরা আপনার কে হয় ? কেন ওরা সব বালির খাদান পায় ? সবুজ সাথি সাইকেল ওরা কেন সাপ্লাই দেয় ? প্রতি সাইকেলে ৪০০ টাকা করে কমিশন । লাস্ট বাকডোকরা গিয়েছিল প্রাসাদোপম পার্সোনাল জেট নিয়ে । সেটাও আমি এক্সপোজ করেছি ।’ এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শুভেন্দুর হুঁশিয়ারি, ‘আপনার ঠিকানা তিহার জেল হবে ।’ পাশাপাশি প্রাক্তন আইপিএস জ্ঞানবন্ত সিং সম্পর্কে শুভেন্দুর অভিযোগ, ‘জ্ঞানবন্ত সিং অশোক টোডির কাছে টাকা নিয়ে রিজায়নুর রহমানকে মেরে রেল লাইনে ফেলে দিয়েছিল ৷ এরা আবার মুসলিম প্রেমী?’