এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট,২৯ জানুয়ারী : মঙ্গলকোট থানার নিগন গ্রামের তৃণমূল নেতা সঞ্জিত ঘোষ খুনের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের নাম স্বপন দাস,আশীষ ঘোষ, দোয়েব মাঝি,লবান মাঝি,রাজা মাঝি,নিখিল ঘোষ,বাপি দাস ও জগন্নাথ ঘোষ । ধৃতদের প্রত্যেকেই নিগন গ্রামের বাসিন্দা । ধৃতরা প্রত্যেকেই বিজেপি কর্মী বলে জানা গেছে । বৃহস্পতিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে আশীষ,স্বপন দাস, রাজা মাঝি ও লবান মাঝিকে ৫ দিনের জন্য পুলিশ হেপাজতে পাঠানো হয় । রবাকিদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।
২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিন নিগন গ্রামের বাসিন্দা তৃণমূলের নিগন অঞ্চলের ১৯৮ নম্বর বুথের সভাপতি সঞ্জিত ঘোষকে পিটিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ । তৃণমূলের অভিযোগ বিজেপি পরিকল্পিতভাবে এই খুন করেছে । ঘটনার পর মৃতের বাবা সাগর ঘোষ এনিয়ে ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।অভিযুক্তরা প্রত্যেকেই বিজেপি কর্মী ও সমর্থক । এমনকি অভিযুক্তদের তালিকায় বিজেপির বর্ধমান পূর্ব জেলা সাধারণ সম্পাদক শিশির ঘোষেরও নাম রয়েছে বলে জানা গেছে । অভিযোগের ভিত্তিতে পুলিশ আট জনকে গ্রেফতার করে । তার মধ্যে রয়েছেন বিজেপির কৃষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য আশীষ ঘোষ ।
পূর্ব বর্ধমানের সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষের দাবি,’তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দলের জন্যই এই ঘটনা ঘটেছে । অথচ বিজেপি কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে ।’
অন্যদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূলের মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরি ও মৃতের পরিবারের লোকজন ।।