এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৪ সেপ্টেম্বর : বিধানসভা অধিবেশনের আগে বুধবার থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিধান ভবনে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে সমাজবাদী পার্টি(এসপি) । বিক্ষোভের আগেও এসপি বিধায়কদের গৃহবন্দী করা হয়েছিল । বুধবার সকাল থেকে এসপি প্রধান অখিলেশ যাদবের বাড়িও ঘিরে রেখেছে পুলিশ । এমনকি সমাজবাদী পার্টির অফিসেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ।
বিধানসভার বর্ষা অধিবেশনের আগে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, আইনশৃঙ্খলা ইত্যাদি সমস্যা নিয়ে চৌধুরী চরণ সিংয়ের মূর্তির সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল সমাজবাদী পার্টি । আজ আইনসভা দলের চিফ হুইপ মনোজ কুমার পান্ডের বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার কথা ছিল । কিন্তু তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে । এরপর ১৫ সেপ্টেম্বর রাজ্য সভাপতি নরেশ উত্তম প্যাটেল,১৬ সেপ্টেম্বর প্রাক্তন মন্ত্রী অবধেশ প্রসাদ এবং ইন্দ্রজিৎ সরোজ,১৭ সেপ্টেম্বর প্রাক্তন মন্ত্রী রাম অচল রাজভর এবং ১৮ সেপ্টেম্বর এসপির প্রাক্তন নেতা রামগোবিন্দ চৌধুরী ও প্রাক্তন মন্ত্রী ওম প্রকাশ সিং-এর নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে । কিন্তু শুরুর দিনেই কঠোর পদক্ষেপ নিল যোগী আদিত্যনাথের পুলিশ ।
ইউপির জয়েন্ট সিপি পীযূষ মোর্দিয়া বলেন, ‘হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসপি বিধায়ক ও কর্মীরা শুধুমাত্র ইকো গার্ডেনের ভিতরেই বিক্ষোভ করতে পারবেন। বিধানসভার বাইরে বিক্ষোভ করার জন্য যে সমস্ত এসপি বিধায়ককে পুলিশ আটক করেছিল তাদের ইকো গার্ডেনে পাঠানো হয়েছিল । কাউকে গ্রেপ্তার করা হয়নি । ইকো গার্ডেনে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে ।’
এদিকে টুইট করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র আক্রমণ করেছে সমাজবাদী পার্টি । এসপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে,’বিজেপি ভয় পেলেই পুলিশকে এগিয়ে দেয় । পুলিশের জোরে বিজেপি সরকার আর কতদিন স্বৈরাচার চালাবে ? বিজেপির লোক শুনে রাখো ক্ষমতার এই নেশা মাত্র কয়েকদিনের জন্য ! এই নেশা বেশিদিন থাকবে না, জনগণ অচিরেই এই স্বৈরাচারী বিজেপি সরকারকে উৎখাত করবে । জনগণ ও বিরোধীদের ওপর অত্যাচার বেশিদিন চলবে না !’