এইদিন ওয়েবডেস্ক,সাংলি(মহারাষ্ট্র),১৪ সেপ্টেম্বর : ফের সাধু নিগ্রহের ঘটনা ঘটল মহারাষ্ট্রে । এবার ছেলে ধরা সন্দেহে ৪ সাধুকে নির্মমভাবে পেটালো গ্রামবাসী । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাংলি জেলার জাট তহসিলের লাভঙ্গা গ্রামে । সাধুদের লাঠি দিয়ে নির্মমভাবে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিও নজরে পড়তেই উমদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাধুদের চিকিৎসার ব্যবস্থা করে । সাংলির এসপি দীক্ষিত গেদাম বলেছেন,’এই ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি । আমরা ভাইরাল ভিডিওটি পরীক্ষা করে সত্যতা যাচাই করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার ।’
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ১৬ এপ্রিল মহারাষ্ট্রের পালঘর জেলায় দুই সাধুকে নির্মমভাবে মারধর করেছিল স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের লোকজন । ওই দুই সাধু হলেন মহন্ত কল্পবৃক্ষ গিরি মহারাজ (৭০) এবং মহন্ত সুশীল গিরি মহারাজ (৩৫) । তাঁরা জুনা আখড়ার সঙ্গে যুক্ত । ঘটনার দিন রাতে গুরু ভাইয়ের সমাধি দেওয়ার জন্য একটি গাড়িতে চড়ে মুম্বাই থেকে গুজরাট যাচ্ছিলেন তাঁরা । কিন্তু তাঁদের গাড়ি পালঘরের ডাহানু তালুকের আদিবাসী অধ্যুষিত গাদচিঞ্চলে গ্রামের পাশ দিয়ে যেতেই কয়েক’শ গ্রামবাসী গাড়ি ঘিরে ধরে দুই সাধু ও গাড়ির চালক নীলেশ তেলগাদে (৩০)কে ব্যাপক মারধর করে । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খ্রিস্টান মিশনারিরা আদিবাসীদের মধ্যে হিন্দু সাধু বিরোধী হাওয়া তৈরি করেছিল । যে কারনে পালঘরে সাধু নিগ্রহের ঘটনাটি ঘটেছিল ।
জানা গেছে,সাংলি জেলার জাট তহসিলের লাভঙ্গা গ্রামে যে ৪ সাধুকে নির্মমভাবে মারধর করা হয়েছে তাঁরা মথুরার শ্রী পঞ্চনামা জুনা আখড়ার সঙ্গে যুক্ত । তাঁরা উত্তরপ্রদেশের মথুরা থেকে কর্ণাটকের পন্ধরপুরে দেবদর্শনের যাচ্ছিলেন । লাভঙ্গা গ্রামের একটি মন্দিরে রাত্রিবাস করে পরদিন সকালে রওনা হওয়ার আগে একটি শিশুকে তাঁরা পথ জিজ্ঞাসা করছিলেন । তখন গ্রামবাসীরা ছেলেধরা সন্দেহে লাঠিসোটা নিয়ে সাধুদের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর শুরু করে দেয় । বলা হচ্ছে ভাষা বিভ্রাটের জেরেই এই ঘটনা ঘটেছে । তবে প্রহৃত সাধুরা কোনো অভিযোগ দায়ের না করেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন ।।