এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকার ‘প্রয়োজনীয় ওষুধের জাতীয় তালিকা’ (National List of Essential Medicines) থেকে অন্তত ২৬টি ওষুধ বাদ দিয়েছে । মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া (Mansukh Mandaviya) অপরিহার্য ওষুধের সংশোধিত জাতীয় তালিকা (NLEM) প্রকাশ করেছেন । আর ওই তালিকা থেকে বাদ গেছে রেনিটিডিন গ্রুপের ওষুধ । এই গ্রুপের Rantac, Zinetac এবং Aciloc প্রভৃতি ওষুধগুলি পেটের সমস্যার জন্য এতদিন ব্যবহৃত হয়ে আসছিল । ক্যান্সার সৃষ্টির উদ্বেগের কারণে এই ওষুধগুলি এখন সরিয়ে ফেলা হয়েছে বলে খবর । রেনিটিডিন ছাড়াও বাতিলের তালিকায় রয়েছে সুক্রালফেট, হোয়াইট পেট্রোলটাম, অ্যাটেনোলল এবং মেথাইলডোপা প্রভৃতি গ্রুপের ওষুধগুলি ।
আইভারমেকটিন, মুপিরোসিন এবং নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপির মতো কিছু অ্যান্টি ইনফেকটিভসহ ৩৪ টি ওষুধ প্রয়োজনীয় ওষুধের জাতীয় তালিকায় যুক্ত করা হয়েছে । যার ফলে বর্তমানে মোট ওষুধের সংখ্যা হয়েছে ৩৮৪ । বেশ কিছু অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন এবং অ্যান্টি ক্যান্সার ওষুধ তালিকায় যুক্ত হওয়ার ফলে রোগীদের আরও সাশ্রয়ী হবে বলে মনে করা হচ্ছে । এন্ডোক্রাইন ড্রাগ এবং গর্ভনিরোধক ফ্লুড্রোকর্টিসোন, অরমেলোক্সিফেন, ইনসুলিন গ্লারজিন এবং টেনেনেগ্লিটিন তালিকায় যুক্ত করা হয়েছে । শ্বাসযন্ত্রের ওষুধ মন্টেলুকাস্ট এবং চক্ষু সংক্রান্ত ওষুধ ল্যাটানোপ্রস্ট তালিকায় রয়েছে। হৃৎপিণ্ড ও রক্তনালীর যত্নে ব্যবহৃত ওষুধ ডবিগাত্রান এবং টেনেক্টপ্লেস ছাড়াও অন্যান্য ওষুধও তালিকায় জায়গা করে নিয়েছে।
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া টুইট করেছেন, ‘প্রয়োজনীয় ওষুধের জাতীয় তালিকা ২০২২ প্রকাশিত হয়েছে। এতে ২৭টি বিভাগে ৩৮৪টি ওষুধ রয়েছে। অনেক অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, অ্যান্টি-ক্যান্সার ওষুধ এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ওষুধ আরও সাশ্রয়ী হবে এবং রোগীদের খরচ কমে আসবে ।’
উল্লেখ্য,গত বছর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর অধীনে একটি বিশেষজ্ঞ কমিটি দ্বারা ৩৯৯ টি ‘ফর্মুলেশন’-এর একটি সংশোধিত তালিকা জমা দেওয়া হয়েছিল। ভারতীয় প্রয়োজনীয়তাগুলির বিশদ বিশ্লেষণের পর মান্দাভিয়ার বড়সড় পরিবর্তনের পক্ষে মত দিয়েছিলেন । এনএলইএম-এর ওষুধগুলি নির্ধারিত বিভাগে অন্তর্ভুক্ত এবং তাদের দাম জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে জানিয়েছেন জাতীয় কমিটির মেডিসিনের ভাইস চেয়ারম্যান ডাঃ ওয়াই কে গুপ্ত ।।
প্রতীকী ছবি ।