এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ সেপ্টেম্বর : বারাণসীর জ্ঞানবাপী-শ্রীঙ্গার গৌরী মামলায় হিন্দুদের পক্ষে রায় যাওয়ার পর, এখন মানুষের দৃষ্টি শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং কুতুব মিনারের দিকে । মঙ্গলবার দিল্লির সাকেত আদালত কুতুব মিনার কমপ্লেক্সে উপাসনার অনুমতি চেয়ে একটি আবেদনের শুনানি করবে । অন্যদিকে শ্রী কৃষ্ণ জন্মভূমি-শাহী মসজিদ ইদগাহ মামলারও এদিন শুনানি হবে জেলা আদালতে ।
উল্লেখ্য,হিন্দু সংগঠন সাকেত আদালতে একটি পিটিশন দাখিল করে জানিয়েছিল কুতুব মিনারটি ২৭ টি হিন্দু দেবতা ও জৈন মন্দির ভেঙে তৈরি করা হয়েছে । তাঁরা কুতুব মিনারকে বিষ্ণু স্তম্ভ বলে উল্লেখ করে এই মন্দিরের পুনরুদ্ধার এবং পূজা করার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে । তবে এএসআই মন্দির ভেঙে মিনার তৈরির দাবি প্রত্যাখ্যান করেছে ।
অন্যদিকে মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহী ইদগাহ মসজিদের ১৩.৩৭ একর জমির মালিকানার দাবিতে মথুরা আদালতে পিটিশন দায়ের করা হয়েছে । পাশাপাশি শ্রী কৃষ্ণ জন্মভূমির পাশে নির্মিত শাহী ইদগাহ মসজিদটি সরিয়ে নেওয়া এবং বিতর্কিত অংশের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করারও দাবি জানানো হয়েছে ।।