এইদিন ওয়েবডেস্ক,কান্দাহার,১২ সেপ্টেম্বর : হিজাব না পরায় জাতিসংঘের ৪ মহিলা কর্মীকে গ্রেফতার করল তালিবানদের ভাইস অ্যান্ড ভার্চু ডিপার্টমেন্ট ( Vice and Virtue Department) । ধৃত মহিলাদের বিরুদ্ধে “হিজাব ডিক্রি” লঙ্ঘন এবং কথিত “অনৈতিকতা” ছড়ানোর অভিযোগ আনা হয়েছে । জানা গেছে,ওই মহিলারা জাতিসংঘের সাথে সম্পর্কিত অভিবাসন, শিশু এবং নারী কল্যাণ সংস্থার কর্মী । আজ সোমবার তাঁরা অফিসের সামনে আসতেই তালিবানের জঙ্গি বাহিনী তাঁদের গ্রেফতার করে । পাশাপাশি তাঁদের গাড়ির চালককে নির্মমভাবে মারধর করে । যদিও মহিলাদের গ্রেফতারের বেশ কয়েক ঘন্টা পর হিজাব পরার শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয় । উল্লেখ্য,হিজাব না পরায় ইতিমধ্যেই কান্দাহার প্রদেশের বেশ কিছু মহিলাকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে তালিবান ।।