এইদিন ওয়েবডেস্ক,দুবাই,১২ সেপ্টেম্বর : ভারতের প্রতি পাকিস্তানিরা যে কি পরিমান বিদ্বেষ পোষণ করে তা ফের একবার প্রকাশ্যে এল । এবার পাকিস্থান ক্রিকেট দলের চেয়ারম্যান তথা প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজার দূর্ব্যবহারের শিকার হলেন এক ভারতীয় সাংবাদিক । আসলে সোমবার এশিয়া কাপের ফাইন্যালে শ্রীলঙ্কার কাছে পাকিস্থান পরাজিত হওয়ার পর রামিজ রাজার বক্তব্য নেওয়ার জন্য কিছু সাংবাদিক তাঁর সামনে যান । ওই দলে ছিলেন রোহিত জুগলান নামে এক ভারতীয় সাংবাদিক । তিনি রামিজকে প্রশ্ন করেন,’এই পরাজয়ে পাকিস্থানিরা খুবই অসন্তুষ্ট । তাদের প্রতি আপনি কি বার্তা দেবেন ?’
আর এই প্রশ্নের উত্তর না দিয়ে রামিজ রাজা সাংবাদিককে পালটা প্রশ্ন করেন,’আপনি ভারতীয় ? আপনি নিশ্চয় খুব খুশি হয়েছেন ?’ আর এই কথা বলে সাংবাদিকদের কাছ থেকে তাঁর স্মার্ট ফোন কেড়ে নেন রামিজ । যদি ততক্ষনাৎ তিনি ফোন ফেরতও দিয়ে দেন ।
এদিকে ঘটনার পর ওই ভারতীয় সাংবাদিক তাঁর সঙ্গে দুর্ব্যবহারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘আমার প্রশ্ন কি ভুল ছিল – পাকিস্তান সমর্থকরা কি অসন্তুষ্ট নন -একটি বোর্ডের চেয়ারম্যান হিসেবে -আমার ফোন কেড়ে নেওয়া আপনার উচিত হয়নি মিস্টার চেয়ারম্যান । আমার ফোন নিয়ে নেওয়া ঠিক হয়নি ।’ সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের এই ভিডিওটি বর্তমানে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় । সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ায় সকলে রামিজ রাজার সমালোচনায় মুখর হয়েছেন ।।