এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১২ সেপ্টেম্বর : কথায় আছে,মাছে-ভাতে বাঙালি । আর বাঙালিদের প্রিয় মাছের তালিকায় সর্বাগ্রে স্থান রয়েছে পদ্মার ইলিশ । বাংলাদেশ থেকে এই রূপালি ফসল সরবরাহ হয় ভারতে । দামও আকাশ ছোঁওয়া । তা সত্ত্বেও পদ্মার ইলিশ আসার অপেক্ষায় থাকে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ । কিন্তু এবার হয়তো ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দিতে বাধ্য হতে পারে শেখ হাসিনা সরকার ।
ইলিশ রপ্তানি বন্ধের জন্য রবিবার নিজের দেশের বাণিজ্যসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব,বিদেশ সচিব, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি দপ্তরের প্রধান নিয়ন্ত্রক এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশের সুপ্রিমকোর্টের আইনজীবী মোহম্মদ মাহমুদুল হাসান । তাঁর বক্তব্য, ভারতে ইলিশ রপ্তানির কারনে দেশের বাজারে ইলিশের দাম লাগাম ছোঁওয়া হয়ে গেছে । ফলে দেশের দরিদ্র মানুষ এই মাছ কিনতে পারে না । মধ্যবিত্ত মানুষ পর্যন্ত ইলিশ মাছ কিনতে পারছে না । তিনি হুঁশিয়ারি দিয়েছেন,সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধ না করলে তিনি এনিয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করবেন । যদিও বাংলাদেশের শাসকদল আওয়ামিলীগের অভিযোগ, দেশে সাধারণ নির্বাচন হতে চলেছে । আর নির্বাচনের মরশুমে ইলিশ রপ্তানি বন্ধ করে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার চক্রান্ত চলছে । বিএনপিকে সুবিধা পাইয়ে দিতেই চক্রান্তকারীরা ইলিশ নিয়ে বাজার গরম করতে চাইছে বলে অভিযোগ শেখ হাসিনার দলের ।।