এইদিন ওয়েবডেস্ক,দুবাই,১২ সেপ্টেম্বর : পাকিস্থানকে পর্যুদস্ত করে ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতলো শ্রীলঙ্কা । রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে দেয় দাসুন শানাকার (Dasun Shanaka) দল । সব থেকে বেশি নজর কেড়েছে শ্রীলঙ্কার বোলাররা । পাকিস্থানের ব্যাটসম্যানদের তারা ক্রিজে বেশিক্ষণ টিকতে দেয়নি । শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা( Wanindu Hasaranga) তার এক ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন । তিনি ছাড়াও প্রমোদ মধুসানও দূর্দান্ত বোলিং করেছেন। এই দুই বোলারের কারণেই তাসের মতো ভেঙে পড়ে পাকিস্তান দল ।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন । প্রাথমিকভাবে সঠিক বলে মনে হলেও ভানুকা রাজাপাকসে (Bhanuka Rajapaksa) শেষ চার ওভারে ৫০ রান করে শ্রীলঙ্কাকে সম্মানজনক স্কোরে নিয়ে যান । রাজাপাকসে ৪৫ বলে ৬ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭১ রান এবং ওয়ানিন্দু হাসরাঙ্গা ২১ বলে ৩৬ রান করেন । ৫৮ রানের মধ্যে পাঁচ উইকেটে হারিয়েও শেষ পর্যন্ত পাকিস্থানের সামনে ১৬০ রানের লক্ষ্য খাড়া করে দেয় শ্রীলঙ্কা । চামিকা করুণারত্নেকে নিয়ে ৫৪ রানের দূর্দান্ত জুটি গড়েন রাজাপাকসে ।
পাকিস্তানের পক্ষে একমাত্র মোহাম্মদ রিজওয়ানই ভালো খেলা দেখাতে পেরেছেন। তিনি ছাড়া বাকি সব ব্যাটসম্যানই ফাইনালে ফ্লপ । ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন বাবর আজম । আর ফখর জামান তো খাতাই খুলতে পারেননি । মোহাম্মদ রিজওয়ান ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ।
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, এশিয়া কাপ জেতা দলকে আগামী মাসের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে সাহায্য করবে । যখন ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে তাঁদের দেশের বর্তমান আর্থিক সঙ্কটের মাঝে এশিয়া কাপের খেতাব অর্জনকে “মহান জয়” হিসাবে চিহ্নিত করেছেন ।।