এইদিন ওয়েবডেস্ক,শীতলকুচি(কোচবিহার),১১ সেপ্টেম্বর : ফের শিরোনামে কোচবিহার জেলার শীতলকুচি । এবারে বিজেপির মিছিল লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে । যদিও অভিযোগ যথারীতি অস্বীকার করেছে শাসকদল । জানা গেছে, মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর ২০২২) বিজেপির নবান্ন অভিযান রয়েছে । সেই উপলক্ষে রবিবার শীতলকুচিতে মিছিল বের করেছিল বিজেপি । মিছিলে শ্লোগান দেওয়া হচ্ছিল ‘চোর ধরো, জেল ভরো’। মিছিলটি সীতালকুচি বাজারে এলে পুলিশের সামনে তৃণমূলের লোকজন মিছিল লক্ষ্য করে বোমাবাজি করে বলে অভিযোগ । পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি ।
অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি,বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই কারনে দলীয় কর্মীরা সব সেখানেই আছে । ফলে তৃণমূলের বিরুদ্ধে অবান্তর অভিযোগ আনা হচ্ছে । তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ।
উল্লেখ্য,বিগত বিধানসভা নির্বাচনের সময়েও খবরের শিরোনামে ছিল শিতলকুচি । ভোটের দিন কিছু মানুষ বুথ দখলের চেষ্টা করলে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা গুলি চালায় । গুলি লেগে ৪ জন নিহত । আর এই ঘটনার পর তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয় চাপানউতোর । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তদন্তভার তুলে দেন সিআইডির উপর ।।
ফাইল ছবি ।