প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ সেপ্টেম্বর : নবান্ন অভিযানের আগে প্রকাশ্যে চলে এল বর্ধমানের বিজেপি শিবিরের অন্তঃকলহ। প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দিকে পুনরায় সভাপতি করার দাবি জানিয়ে পোষ্টার পড়লো বর্ধমান আদালত চত্বরে।বিজেপির তরফে আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।তার প্রাক্কালে জেলা সভাপতি বদলের দবি তুলে পোষ্টার পড়ায় যথেষ্টই অস্বস্তিতে পড়ে গিয়েছেন বিজেপি নেতৃত্ব ।বিষয়টি নিয়ে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবি করেছেন, ’এইসবই হল ওদের দিলীপ,সুকান্ত ও শুভেন্দুর মধ্যেকার দ্বন্দ্বের প্রতিফলন ।’
বর্ধমান আদালত চত্ত্বরে রবিবার দেখা যায়,বিজেপির জেলা কার্যকর্তা বৃন্দের’ নামে ওই পোষ্টার লাগানো হয়েছে । তাতে জ্বলজ্বল করছে প্রাক্তন বর্ধমান জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দীর ছবি ও বিজেপির দলীয় প্রতীক। তার নিচেই বড়বড় অক্ষরে লেখা রয়েছে ! “দাদা,আমরা তোমাকেই বর্ধমান জেলা বিজেপির সভাপতি চাই ।”
বিজেপি সূত্রে জানা গিয়েছে,বর্তমানে সন্দীপ নন্দি বিজেপির রাজ্য কমিটির সদস্য। বর্ধমান জেলা বিজেপি সভাপতি পদে এখন দায়িত্ব সামলাচ্ছেন অভিজিৎ তা।তাঁর আগে সন্দীপ নন্দী বিজেপির বর্ধমান জেলা কমিটির সভাপতি হিসাবে ছিলেন।বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব ২১ শের বিধানসভা নির্বাচনে সন্দীপ নন্দিকে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থীও করে। সেই সন্দীপ নন্দিকে পুনরায় বর্ধমান জেলা বিজেপির সভাপতি করার দাবি নিয়ে পোষ্টার পরায় জেলার রাজনীতিতে আলাদা মাত্রা যুক্ত হয়েছে ।
পোস্টারের বিষয়ে সন্দীপ নন্দি যদিও এদিন বলেন, ‘যে বা যারা এই কাজ করেছে তারা কেউ বিজেপির কর্মী বলে আমার মনে হয় না।অভিজিত তা এর নেতৃত্বে জেলায় দল ভালোই চলছে।আমি এইসব বিষয়কে সমর্থন করি না ।’ বিষয়টি নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পূর্ববর্ধমান জেলা তৃনমূল কংগ্রেসের মুখপত্র প্রসেনজিৎ দাস বলেন,’এখন এটাই বিজেপি দলের বাস্তব অবস্থা । রাজ্য বিজেপিতে সুকান্ত -দিলীপ ও শুভেন্দুর যে লড়াই চলছে তারই প্রতিফলন হল এই পোস্টার কাণ্ড। সবটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ।গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ওদের জেলা পার্টি অফিস ভাঙচুর থেকে শুরূ করে গাড়িতে অগ্নিসংযোগ সবই হয়েছে।সেই সবই আগে দেখেছে বর্ধমানের মানুষজন । এখন পোস্টারে ফুটে উঠছৈ ওদের গোষ্ঠীদ্বন্দ্ব ।’
যদিও তৃণমূলের দাবি অস্বীকার করে বিজেপি, বর্ধমান জেলা কমিটির সভাপতি অভিজিৎ তা বলেন,’সবটাই বিরোধীদের চক্রান্ত । ওরা বিজেপিকে ভয় পাচ্ছে। আগামী ১৩ ই সেপ্টেম্বর নবান্ন অভিযানকে ব্যর্থ করতে বিরোধী দল এই চক্রান্ত করছে।বিজেপিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই ।’।