এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১১ সেপ্টেম্বর : তালিবানের ফতোয়া উপেক্ষা করেই স্কুল খোলা হয়েছিল । ছোটো ছোটো মেয়েরা এসে ক্লাসও করছিল নিয়মিত । কিন্তু শনিবার তালিবানের সশস্ত্র জঙ্গিরা এসে জোর করে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের ওই স্কুলটি বন্ধ করে দিয়ে যায় । এদিকে ফের স্কুল বন্ধ হয়ে যাওয়ায় মেয়েরা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় । পড়ুয়াদের বলতে শোনা যায়,তাদেরও পড়াশোনা করার অধিকার রয়েছে এবং এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না ।
জানা গেছে,পাকতিয়ার ওই বালিকা বিদ্যালয়টি সপ্তাহ দুয়েক আগে চালু হয়েছিল । আর এই খবর কানে যেতেই তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদিক সম্মেলন করে বলেন,’কার নির্দেশে এই স্কুলগুলো চালু করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।’ শেষ পর্যন্ত তার নির্দেশে স্কুলটি জোর করে বন্ধ করে দেওয়া হল । উল্লেখ্য,এক বছরেরও বেশি সময় ধরে ষষ্ঠ শ্রেণির উপরে মেয়েদের স্কুল বন্ধ রেখে দিয়েছে তালিবান । আন্তর্জাতিক এবং দেশীয় চাপ সত্ত্বেও তালিবানরা কিছুতেই স্কুলগুলো আবার খুলতে রাজি হচ্ছে না ।।