এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১১ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনীকে ঢেলে সাজানোর কাজ পুরোদমে চলছে । দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক অস্ত্র, মিসাইল, হেলিকপ্টার থেকে শুরু করে বড় বড় যুদ্ধজাহাজ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে । চলতি মাসের ২ তারিখে প্রথম দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত হাতে পেয়েছে ভারতীয় নৌবাহিনী । আজ রবিবার(১১ সেপ্টেম্বর ২০২২) নৌবাহিনী পেতে চলেছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তৃতীয় স্টিলথ ফ্রিগেট ‘তারাগিরি’ (Stealth frigate Taragiri)। মুম্বাইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে (MDL) আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে এই রনতরীটি । অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ভাইস অ্যাডমিরাল অজেন্দ্র বাহাদুর সিং ।
গাড়োয়ালে অবস্থিত হিমালয়ের একটি পর্বতশ্রেণীর নামানুসারে যুদ্ধজাহাজ তারাগিরির নামকরণ করা হয়েছে ।জাহাজটির ডিজাইন করেছে ভারতীয় নৌবাহিনীর ইন-হাউস ব্যুরো অফ নেভাল । ‘তারাগিরি’র ওজন ৩৫১০ টন, লম্বা ১৪৯ মিটার এবং ১৭.৮ মিটার চওড়া । জাহাজটি দুটি গ্যাস টারবাইন এবং দুটি প্রধান ডিজেল ইঞ্জিনের সমন্বয়ে চালিত হবে। এটির সর্বোচ্চ গতি থাকবে ২৮ নট (প্রায় ৫২ কিমি প্রতি ঘণ্টা)। এতে ৩৫ জন অফিসারসহ মোট ১৫০ জন মোতায়েন থাকবে ।
জাহাজটিতে অত্যাধুনিক অস্ত্র, সেন্সর, অ্যাডভান্স অ্যাকশন ইনফরমেশন সিস্টেম, ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম, বিশ্বমানের মডুলার প্রভৃতি সুবিধা রয়েছে ।
এটি সারফেস টু সারফেস সুপারসনিক মিসাইল সিস্টেম দিয়ে সজ্জিত। বিমান হামলা প্রতিরোধের জন্য এতে ৩২ বারাক ৮ ইআর এবং ভারতের গোপন অস্ত্র ভিএলএসআরএসএএম (VLSRSAM) ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে । এমনকি ব্রহ্মোস মিসাইলও মোতায়েন করা যাবে এই যুদ্ধজাহাজে । রণতরীটিতে সাবমেরিন বিরোধী যুদ্ধের জন্য দুটি ট্রিপল টর্পেডো টিউব রয়েছে । দুটি হেলিকপ্টার নামা ওঠার ব্যবস্থা রয়েছে । দুটি একে ৬৩০ এম সি আই ডবলু এস বন্দুকের পাশাপাশি একটি ৭৬ এমএম ওটিও মেলারা নেভাল গান লাগানো থাকবে এই যুদ্ধজাহাজে।
জাহাজটি পি ১৭ ফ্রিগেট (শিবালিক ক্লাস) এর একটি আপগ্রেড সংস্করণ এবং উন্নত স্টিলথ বৈশিষ্ট্য, অত্যাধুনিক অস্ত্র এবং সেন্সর এবং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেমে সজ্জিত । জাহাজটির উন্নয়নকে আত্মনির্ভর ভারত-এর জন্য সরকারের প্রচেষ্টার একটি মাইলফলক হিসাবে দেখা হচ্ছে । এমডিএল জানিয়েছে, তারাগিরিতে ৭৫ শতাংশ দেশীয় উপাদান ব্যবহৃত হয়েছে । এক প্রেস রিলিজে এমডিএল বলেছে,’জাহাজটিতে দেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি ১০০ টিরও বেশি এমএসএমই এস থেকে প্রাপ্ত বিপুল সংখ্যক দেশীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে । ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির সাথে দেশীয়করণের প্রচেষ্টাকে নতুন করে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে এমডিএল ।।
ছবি : সৌজন্যে ট্যুইটার ।