এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ সেপ্টেম্বর : কলকাতা থেকে ফের বিপুল পরিমান টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । এবার গার্ডেনরিচের এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল ১৭ কোটি টাকা । শনিবার সকাল প্রায় ৮ টা নাগাদ নিসার খান নামে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি । বাড়ির দোতলার একটি ঘরে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারী দলের । ঘরের খাটের তলায় দেখতে পান থরে থরে সাজানো রয়েছে ৫০০ ও ২০০০ টাকার বান্ডিল । আনা হয় নোট গোনার মেশিন । আসেন ব্যাঙ্ক কর্মীরাও । বিকেল পর্যন্ত চলে নোট গননার কাজ । প্রায় ১০ টি ট্রাঙ্কে সেই নোট বোঝাই করে ব্যাঙ্কে নিয়ে যাওয়া হয় । এদিন নিসার খানের বাড়ি ছাড়াও পার্ক স্ট্রিটের কাছে ম্যাকলয়েড স্ট্রিট, নিউটাউন, মোমিনপুরে বন্দর সংলগ্ন এলাকায় এবং গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে অভিযান চালায় ইডি । ম্যাকলয়েড স্ট্রিটের একটি আবাসনে এক আইনজীবীর ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে এদিন ।
ইডি সুত্রে জানা গেছে,মোবাইল অ্যাপ সংক্রান্ত প্রতারণার অভিযোগের ভিত্তিতে এদিন গার্ডেনরিচের বাসিন্দা পরিবহন ব্যবসায়ী নিসার খানের বাড়িতে হানা দিয়েছিল ইডি । ওই বাড়ি থেকেই চলত ‘ই-নাগেটস’ (E-Nuggets) নামের একটি গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্র । আর ওই প্রতারণার কারবার নিয়ন্ত্রণ করত নিসারের ছেলে আমির খান ।
কিভাবে চলত এই প্রতারণা কারবার? এই প্রশ্নের উত্তরে তদন্তকারী দলের এক আধিকারিক জানান, প্রথমে গ্রাহকদের লোভনীয় কমিশন দেওয়া হত । সেই টাকা তুলে নেওয়ার সুযোগ দেওয়া হত গ্রাহকদের । তারপর তারা লোভে পড়ে বেশি টাকা বিনিয়োগ করলেই বন্ধ করে দেওয়া হত টাকা তুলে নেওয়ার অপশনটি । মুছে দেওয়া হত তাদের প্রোফাইল । আর সেই টাকা আত্মসাৎ করে নিত গেমিং অ্যাপের অপারেটর ।।