প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ সেপ্টেম্বর :গার্ডেনরিচের পরিবহন ব্যবসায়ী নিশার আহমেদ খানের বাড়ি থেকে ইডি কোটি কোটি টাকা উদ্ধার করছে বলে রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের কপালে ভাঁজ কেন? শনিবার পূর্ব বর্ধমানের কালনায় দলীয় কর্মসূচিত যোগ দিয়ে সাংবাদিকদের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পরে প্রশ্নের উত্তরে সুজনবাবু নিজেই বলেন,ফিরহাদের কপালে ভাঁজ জমেছে। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন ফিরহাদ চোর।মুখ্যমন্ত্রী তালিকা দিয়েছিলেন। ইডি সিবিআই মুখ্যমন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী ঘোরাফেরা করছে। কাজেই সবাই সব জানে। অপরাধী যেই হোক , সে ধরা পড়বেই। ৮ কোটি, ২০ কোটি, ৫০ কোটি টাকা খোলামকুচি নাকি? যত বড় ঘনিষ্ঠ নেতার ব্যবসায়ী তত বড় বড় কালো টাকা। গত ১০-১২ বছর রাজ্যে যে কালোটাকার রাজত্ব চালছে তার শীর্ষে মুখ্যমন্ত্রী নিজেই আছেন বলে সুজন চক্রবর্তী দাবি করেন। পাশাপাশি তিনি এও বলেন, টাকার ৭৫ ভাগ কালিঘাটের পিসি ভাইপোর।
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৪৭তম রাজ্য সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয় কালনা শহরে । সেই সম্মেলনে যোগ দিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সভাস্থলে সাংবাদ মাধ্যমের মূখোমুখি হয়ে সুজনবাবু আরো বলেন, পশ্চিমবাংলার সরকার মানুষের কাজ করতে একদম ব্যর্থ।তাও বলা হয় উন্নয়ন নাকি লাফিয়ে লাপি চলছে । মুখ্যমন্ত্রী এতদিন দেশের মন্ত্রী ছিলেন ,এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। কেন্দ্র হোক বা রাজ্য, বাংলার মানুষের সর্বনাশ, গঙ্গার ভাঙ্গনে একের পর এক বাড়ি ঘর ভেঙ্গে চলে যাচ্ছে। আর মন্ত্রীদের একের পর এক সব সম্পত্তি বাড়ছে ।
মঙ্গলকোটের মল্লিকপুরে বোমা বিস্ফোরনের মামলায় অনুব্রত সহ ১৪ জনের বেকসুর খালাস পাওয়া নিয়ে রাজ্য সরকারকে দুসেছেন সুজনবাবু । তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় অনুব্রত মণ্ডল আসামি। কেসটা গর্মেন্ট ভার্সেস কেস ,পুলিশের কেস। পুলিশ যদি ইচ্ছা করে নিজে তথ্য জোগাড় না করে অনুব্রতর সুবিধা করে দেয়, সরকার নিজে যদি হারতে চায় তাহলে অনুব্রত লাভতো হবেই। তৃণমূলের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে অনুব্রতর জন্য, মানুষের জন্য নয়। নীতি আইন অনুযায়ী কাজ করে না। মঙ্গলকোটের ওই আক্রান্ত পরিবারের পাশে আমাদের এখনো থাকতে হবে ভবিষ্যতেও থাকতে হবে বলে সুজনবাবু জানান ।
শিক্ষক নিয়োগ নিয়ে সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা নিয়েও এদিন সরব হন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, ৮৯ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী ব্লাফ দিচ্ছেন । মুখ্যমন্ত্রী হঠাৎ মাইকের সামনে কিছু লোকজন দেখে বললেন ৮৯ হাজার টিচার নিয়োগ করব। কিন্তু তার বন্দোবস্ত টা কোথায়? এর ৬ মাস আগে একবার মুখ্যমন্ত্রী বলেছিলেন,৬ হাজার শিক্ষক নিয়োগ করব। ব্যাস ওই পর্যন্তই। মাঝে আবার কিছুদিন ধরে মুখ্যমন্ত্রী বলছিলেন ১৭ হাজার নিয়োগ হবে। সব নাকি রেডি। বিকাশবাবুর জন্য নাকি শিক্ষক নিয়োগ আটকে আছে। সুজনবাবু বলেন,আমি বলছি মুখ্যমন্ত্রী এপয়েন্টমেন্ট এর ব্যবস্থাটা করুন। তার আগে চোদ্দোর অ্যাপয়েন্টমেন্ট সতেরোর অ্যাপয়েন্টমেন্ট যেগুলি পেন্ডিং হয়ে আছে সেগুলি দিন। নতুন শিক্ষক নিয়োগেরও বন্দোবস্থা করুন। আমরা চাই সাড়ে তিন লক্ষ শূন্য পদই পূরণ হোক।
রানী এলিজাবেথের মৃত্যুতে কেন্দ্রের শোক দিবস পালন প্রসঙ্গে সুজন বাবু বলেন, জালিয়ানওয়ালাবগের হত্যাকাণ্ডে যাঁরা শহীদ হয়েছিলেন তাদের জন্য যে রাণী শোক পালন করেন না তার জন্য আবার কিসের শোক দিবস ?’